R G Kar Protest: পড়ল পোস্টার, উড়ল তেরঙা! প্রতিবাদের নতুন সংজ্ঞা এবার লোকাল ট্রেনে...

R G Kar Protest in local train: কাজের চাপ বা দূরত্ব প্রতিবাদের অন্তরায় নয়। প্রতিবাদের নতুন পন্থা। অভিনব প্রতিবাদ।

Sep 13, 2024, 15:42 PM IST
1/5

লোকাল ট্রেনে প্রতিবাদ

বিশ্বজিত্‍ মিত্র: ডেইলি প্যাসেঞ্জারদের একটাই স্বর জাস্টিস ফর আরজি কর। প্রতিবাদ এবার লোকাল ট্রেনে।  

2/5

লোকাল ট্রেনে প্রতিবাদ

চলন্ত ট্রেনে শুধু ফ্ল্যাগ বা ফেস্টুন নিয়ে নয়, রীতিমতো বুকে কালো ব্যাচ লাগিয়ে তিলোত্তমার প্রতীকি ছবি এঁকে জাস্টিস চেয়ে প্রতিবাদ। অভিনব প্রতিবাদ আরজি কর-কাণ্ডে। 

3/5

লোকাল ট্রেনে প্রতিবাদ

সকাল সাড়ে ৭টার ডাউন রানাঘাট লোকাল। ভিড়ে ঠাসা সেই ট্রেনে সকলেরই গন্তব্য রানাঘাট থেকে শিয়ালদহ। 

4/5

লোকাল ট্রেনে প্রতিবাদ

কারও পেশা ব্যবসা, কারও চাকরি। সকাল থেকে সন্ধে হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়ি ফিরে এসে আর প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া সম্ভব হয় না।

5/5

লোকাল ট্রেনে প্রতিবাদ

তাই রোজের যাত্রাপথে লোকাল ট্রেনেই প্রতিবাদের সিদ্ধান্ত তাঁদের। এই উদ্যোগে সামিল হয়েছেন সব নিত্যযাত্রীরা-ই।