Rafael Nadal: 'স্পেনীয় গ্ল্যাডিয়েটর' রাফার ২১টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের কাহিনী, ছবিতে দেখুন
রাফায়েল নাদালের ২১-শে পা।
সব্যসাচী বাগচী: ঠিক পাঁচ মাস আগের কথা। রাফায়েল নাদালের একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে গিয়েছিল। ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সেই ক্রাচে ভর করে দাঁড়ানো মানুষটা যে এ বার অস্ট্রেলিয়ান ওপেন জিতে নেবেন সেটা কেউ ভাবেননি। এমনকি স্বয়ং নাদালও এই প্রত্যাবর্তন বিশ্বাস করতে পারছিলেন না!
পাঁচ ঘণ্টা ২৪ মিনিটের হাল না ছাড়া লড়াইয়ের পর এল সেই কাঙ্খিত জয়। প্রথম দুই সেট হেরে গেলেও ফিরে এলেন রাজার মতো। মহাকাব্যিক ফাইনালে ড্যানিল মেদভেদেভকে ২-৬, ৬-৭ (৫-৭), ৬-৪, ৬-৪, ৭-৫ ব্যবধানে হারিয়ে নিজের ক্যাবিনেটে তুলে নিলেন ২১তম গ্র্যান্ডস্ল্যাম।
এর মধ্যে সর্বাধিক ১৩বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন। ইউ এস ওপেন ফাইনালে শেষ হাসি হেসেছেন চার বার। এছাড়া দুবার ২০০৮ ও ২০১০ সালে জিতেছিলেন উইম্বলডন। ২০০৯ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে জয় এল এ বার। ছবিতে দেখুন রাফা-র ২১টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের কাহিনী।