দেশের ক্রীড়া তারকা হোক এমনই, বন্যাবিধ্বস্ত শহরের রাস্তায় সাফাইকর্মীর ভূমিকায় নাদাল

Oct 11, 2018, 15:13 PM IST
1/7

বন্যাবিধ্বস্ত শহরে সাফাইকর্মীর ভূমিকায় নাদাল

1

ভয়াবহ বন্যার কবলে পড়েছিল স্পেনের পার্শবর্তী দ্বীপ মাজোরকা। বন্যায় প্রচুর ক্ষয়-ক্ষতি হয়েছে সেখানে। প্রাণহানিও হয়েছে। বন্যাবিধ্বস্ত মাজোরকার রাস্তায় এবার দেখা গেল টেনিস তারকা রাফায়েল নাদালকে। তাও অন্য ভূমিকায়। 

2/7

বন্যাবিধ্বস্ত শহরে সাফাইকর্মীর ভূমিকায় নাদাল

2

ভয়ঙ্কর বন্যার পর এখন একটু সামলে উঠেছে মাজোরকা। কিন্তু বিপদ কাটেনি। তা ছাড়া বন্যা পরবর্তী শহরে এখন অপরিচ্ছন্নতার ছবি চারপাশে। জমা জল নেমে গেলেও তা থেকে রোগের জীবানু ছড়ানোর সম্ভাবনা থাকে। 

3/7

বন্যাবিধ্বস্ত শহরে সাফাইকর্মীর ভূমিকায় নাদাল

3

শহরজুড়ে জমা জল আর আবর্জনার স্তুপ। রাফায়েল নাদাল নিজে হাতে তা পরিষ্কার করছেন। বন্যা পরবর্তী শহরে ভেঙে পড়েছে গাছও। রাস্তার চারপাশে এদিক-ওদিক ছড়ানো জঞ্জালের স্তুপ। 

4/7

বন্যাবিধ্বস্ত শহরে সাফাইকর্মীর ভূমিকায় নাদাল

4

নিজের টেনিস অ্যাকাডেমির তরফে বন্যাবিধ্বস্ত মানুষের জন্য খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছেন স্প্যানিশ তারকা। 

5/7

বন্যাবিধ্বস্ত শহরে সাফাইকর্মীর ভূমিকায় নাদাল

5

বন্যাবিধ্বস্ত মাজোরকার রাস্তায় নেমে সাফাই করছেন নাদাল। তাঁর সেই ছবি কিন্তু নাদাল নিজে সোশ্যাল সাইটে দেননি। কেউ বা কারা সেই ছবি তুলেছেন।

6/7

বন্যাবিধ্বস্ত শহরে সাফাইকর্মীর ভূমিকায় নাদাল

6

আর পাঁচজন সাফাইকর্মীর সঙ্গে মাঠে নেমে কাজ করলেন রাফায়েল নাদাল। রাস্তার পাশে ভেঙে পড়া গাছ সরালেন। কখনও কাদা পরিষ্কার করলেন। কখনও আবার চলার পথ সাফাই করলেন। নাদালের এমন ভূমিকা দেখে অনেকেই তাঁকে কুর্ণিশ জানিয়েছেন।

7/7

বন্যাবিধ্বস্ত শহরে সাফাইকর্মীর ভূমিকায় নাদাল

7

যে কোনও দেশের ক্রীড়া তারকা এমনই হোক! রাফায়েল নাদাল যে শুধু বড় টেনিস তারকা নন, বড় মানুষও, সেটা প্রমাণ হল আরও একবার।