১৯ ঘণ্টা ধ্বংসস্তুপে চাপা! বুকে জড়ানো ছোট্ট ছেলেকে বাঁচিয়ে চলে গেল মা
Aug 26, 2020, 11:55 AM IST
1/5
মায়ের কোলই সন্তানের সব থেকে নিরাপদ জায়গা। সেটাই যেন প্রমাণ করে দিয়ে গেলেন ৩২ বছর বয়সী ইস্মত। নিজের চার বছরের ছেলেকে জীবন দিয়ে বাঁচালেন তিনি।
2/5
মহারাষ্ট্রের রায়গড়ে আস্ত বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল। এখনো পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে ইস্মতের নাম। তবে তাঁর ছেলে মহম্মদ বাঙ্গিকে ১৯ ঘণ্টা পর উদ্ধারকারী দল জীবিত উদ্ধার করেছে।
photos
TRENDING NOW
3/5
রাত থেকেই উদ্ধারকাজ শুরু করেছিল এনডিআরএফ। তবে ভোরের আলো ফুটতেই ধ্বংসস্তুপ থেকে বাঙ্গিকে উদ্ধার করা হয়। ইস্মত ছেলেকে নিজের বুকে জড়িয়ে রেখেছিলেন। তিনি নিজে ধ্বংসস্তুপে চাপা পড়ে মারা যান। কিন্তু ছেলের গায়ে সামান্য আচড় লাগেনি।
4/5
উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, বাঙ্গির শরীরে তেমন চোট নেই। বিল্ডিং যখন ভেঙে পড়ে তখন সিঁড়ির সামনে আটকে পড়েছিলেন মা ইস্মত ও ছেলে বাঙ্গি। তখনই ছেলেকে বুকে জড়িয়ে নেন ইস্মত।
5/5
দুই মেয়ে আয়েসা (৭) ও রোকেয়াকে (২) বাঁচাতে পারেননি ইস্মত। বাঙ্গির ঠাকুমাও এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। উদ্ধারকারী দলের কর্মীরা জানিয়েছেন, বাঙ্গি ১৯ ঘণ্টা ধ্বংসস্তুপের নিচে মায়ের মৃতদেহের তলায় চাপা পড়ে ছিল।