পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন, জানুন কীভাবে পাওয়া যাবে টিকিট

May 03, 2020, 14:18 PM IST
1/5

 পরিযায়ী শ্রমিক, পর্যটক এবং পড়ুয়াদের ঘরে ফেরার জন্য বড়সড় পদক্ষেপ করল রেল। এক রাজ্য থেকে অন্য রাজ্যে তাঁদের পৌঁছে দিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করল রেল। ওই বিশেষ ট্রেনের নাম দেওয়া হয়েছে ‘শ্রমিক ট্রেন’।  কীভাবে কাটা হবে সেই ট্রেনের টিকিট? জানুন বিস্তারিত

2/5

কোনও যাত্রীকে টিকিট কাটতে স্টেশনে আসতে হবে না, যাত্রীরা রাজ্যের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করবেন

3/5

নোডাল অফিসাররা প্রত্যেক যাত্রীকে পাস দেবেন।

4/5

প্রত্যেক যাত্রীর টিকিটের দাম হবে, সেই দূরত্বের মেল ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া, সঙ্গে অতিরিক্ত ৫০ টাকা। এবার রাজ্যের ওপর নির্ভর করছে, এই টাকা রাজ্য নিজে দেবে না যাত্রীর কাছ থেকে নেবে

5/5

রাজ্য রেলকে জানাবে কত জন যাত্রী ট্রেনে উঠবেন আর কোন জায়গা থেকে কোথায় যাবেন। রেল সেই অনুযায়ী রাজ্যকে টিকিট বা পাস দেবেন, পরে তা যাত্রীর হাতে এসে পৌঁছবে।