রেলে আত্মনির্ভরতার সূচনা বাংলা থেকেই, চিত্তরঞ্জনে তৈরি হল উচ্চ গতিবেগের তেজস ইঞ্জিন

Oct 03, 2020, 13:51 PM IST
1/7

 নিজস্ব প্রতিবেদন :  শুক্রবার ভারতীয় রেল দেশীয়ভাবে নির্মিত তেজস এক্সপ্রেস লোকোমোটিভসের প্রথম ব্যাচকে আনুষ্ঠানিক ভাবে রেল বোর্ডের হাতে তুলে দিল। 

2/7

তেজস এক্সপ্রেস লোকোমোটিভকে আসানসোল রেলস্টেশনে শুভ যাত্রার জন্য পতাকা দেখানো হয়। 

3/7

তেজস এক্সপ্রেসের ইঞ্জিনটি নতুন প্রযুক্তিতে সুসজ্জিত। বাংলার চিত্তরঞ্জনে তৈরি হয়েছে তেজস।  

4/7

রেলমন্ত্রী পীযূষ গোয়েল মেক ইন ইন্ডিয়া উদ্যোগের আওতায় এটিকে একটি বড় অর্জন বলে অভিহিত করেছেন।

5/7

দু’টি ‘এরোডায়নামিক’ ইঞ্জিন তৈরি করার কথা জানিয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস (সিএলডব্লিউ)। এই ইঞ্জিন থেকে সরাসরি কামরাগুলিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাবে। তাই যে ট্রেনে এই ইঞ্জিন জোড়া হবে, সেই ট্রেনের কামরাগুলিতে বিদ্যুৎ সরবরাহের জন্য আলাদা করে জেনারেটর ভ্যান জুড়তে হবে না।  

6/7

কারখানায় ডব্লিউএপি ৫ বিভাগের যে ইঞ্জিন তৈরি হয়েছিল, এটি সেই বিভাগেরই উন্নততর সংস্করণ। 

7/7

ছ’হাজার অশ্বশক্তির এই ইঞ্জিনের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। দেশের যে কোনও ‘প্রিমিয়াম ট্রেন’কে টানতে পারবে এই ইঞ্জিন।