দেশের বিভিন্ন রুটে চলবে বেসরকারি ট্রেন, ১৩ কোম্পানির তালিকা তৈরি করল রেল
Nov 21, 2020, 23:33 PM IST
1/5
দেশে বেসরকারি ট্রেন চালানোর পরিকল্পনা করেছে কেন্দ্র। এর জন্য ইতিমধ্যেই ১৩টি বেসরকারি কোম্পানিকে বাছাই করা হয়েও গিয়েছে।
2/5
এবছর অগাস্ট মাসে কেন্দ্র জানায়, ২০২৩ সালে দেশের বিভিন্ন রুটে ১২টি বেসরকারি ট্রেন চালানো হবে। পরে প্রয়োজন অনুযায়ী তা বাড়িয়ে ৪৫টি করা হবে।
photos
TRENDING NOW
3/5
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর স্পেনের রেল কোচ নির্মাতা সংস্থা CAF, সিমেন্স লিমিটেড, বোম্বারডিয়ার ট্রান্সপোর্টেশন ইন্ডিয়া, জিএমআর গ্রুপ রয়েছে ওইসব বেসরকারি কোম্পানির তালিকায়।
4/5
বেসরকারি ট্রেন চালানো নিয়ে সম্প্রতি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিল BHEL, BEML, আর কে অ্যাসোসিয়েটস, স্টেরলাইট পাওয়ার, ভারত ফোর্জ, জেকেবি ইনফ্রাস্ট্রাক্চার, এল অ্য়ান্ড টি, টিটাগড় ওয়াগন লিমিটেড-এর মত ১৩ কোম্পানি উপস্থিত ছিল। এদের অনেকেই ট্রেন চালাতে ইচ্ছুক।
5/5
দেশের বিভিন্ন রুটে আপাতত ১৫১টি আধুনিক প্যাসেঞ্জার ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে সরকার। এর ফলে রেলে ৩০,০০০ কোটি টাকা বিনিয়োগ আসবে বলে মনে করা হচ্ছে।