Railway Track on Moon: অচিরেই চাঁদের মাটিতে ছুটবে ট্রেন! কোমর বেঁধে নেমে পড়েছে নাসা...

Railway Track on Moon: চাঁদে মানুষ যাচ্ছে, চাঁদ নিয়ে নানা পরীক্ষা-গবেষণা হচ্ছে। এবার জানা গেল এক আশ্চর্য কথা! এবার ট্রেন চলবে চাঁদে! না, কল্পবিজ্ঞান নয়, ঘোর বাস্তব।

May 16, 2024, 12:54 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাঁদ নিয়ে আমাদের কল্পনার কোনও শেষ নেই। তবে চাঁদ এখন আর নিছক রূপকথার বিষয় হয়ে নেই। চাঁদ এখন বেশ বাস্তব। চাঁদে মানুষ যাচ্ছে, চাঁদ নিয়ে নানা পরীক্ষা-গবেষণা হচ্ছে। এবার জানা গেল এক আশ্চর্য কথা! এবার ট্রেন চলবে চাঁদে! না, কল্পবিজ্ঞান নয়, ঘোর বাস্তব। নাসা বলছে, এর মূল উদ্দেশ্য হবে চাঁদের সেই জায়গাগুলিতে পরিবহণ পরিষেবা দেওয়া, যেখানে নভোচারীরা সক্রিয়। চন্দ্রপৃষ্ঠের বিভিন্ন এলাকার মাটি ও অন্যান্য উপকরণ বহন করার কাজও করবে এই রেল।

1/7

ট্রেনে চড়ে চাঁদে

ট্রেনে চড়ে পৌঁছে যাবেন চাঁদে। চাঁদে এবার ট্রেন চালানোর পরিকল্পনা করছে নাসা।

2/7

মুন রেল

চাঁদে রেল পরিবহন আগামী দশকের মধ্যে চালু হতে পারে বলে জানা গিয়েছে। 

3/7

ফ্লোট

নাসা চাঁদে রোবট ট্রেন চালাবে। এজন্য ফ্লোট নামে একটি নতুন প্রযুক্তি তৈরি করা হচ্ছে। এটি হবে চুম্বক-চালিত রেলপথ। এজন্য অর্থ বরাদ্দও হয়েছে।

4/7

নভোচারীদের পক্ষে দারুণ

বিজ্ঞানীরা আশা করছেন, এটি চাঁদে মিশন চলার সময়ে নভোচারীদের পক্ষে এক দারুণ বিকল্প হতে চলেছে।

5/7

উড়ন্ত ট্রেন

কী এই ফ্লোট (FLOAT) প্রযুক্তি? ফ্লোট মানে হল ট্র্যাকে একধরনের নমনীয় লেভিটেশন থাকা-- Flexible Levitation on a Track। ট্রেনের চাকা ট্র্যাকের উপর দিয়ে উড়ে-উড়ে এগিয়ে যাবে।

6/7

১.৬১ কিমি বেগে

প্রতি ঘণ্টায় প্রায় ১.৬১ কিলোমিটার বেগে চলাচল করবে মুন রেল।

7/7

ইনোভেটিভ অ্যাডভান্সড কনসেপ্টস

প্রথম এই প্রজেক্টটার কথা ভাবা হয়েছিল ২০২১ সালে। নাসার 'ইনোভেটিভ অ্যাডভান্সড কনসেপ্টস'-এর অন্তর্গত অভিনব এই প্রজেক্ট।