মঙ্গলবার থেকে বৃষ্টিপাত, তাহলে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কবে? কী বলছে পূর্বাভাস

Dec 05, 2020, 11:50 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন:  রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দিনের বেলায় স্বাভাবিকের ওপরে পারদ। রাতে ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তা উধাও হয়ে যাচ্ছে।কলকাতার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯০ শতাংশের বেশি থাকায় আদ্রতায় অস্বস্তিও কিছুটা হচ্ছে।

2/5

 আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। আপাতত জাঁকিয়ে শীত এর কোনো সম্ভাবনা নেই। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

3/5

কলকাতায় মেঘমুক্ত আকাশ কখনও আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ প্রায় ৯৯%। আজ সকালে স্বাভাবিক ছিল সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে ২৮.৯ ডিগ্রি।

4/5

সোমবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে জম্মু-কাশ্মীরে।  মঙ্গলবার থেকে  ওই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিনে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা ও অরুণাচল প্রদেশেও।

5/5

বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় বুরেভি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত। তামিলনাড়ু উপকূলে রামনাথপুরমের কাছে এটির অবস্থান। সমুদ্র উত্তাল,ওই এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার। আগামী ১২ ঘন্টায় আরও শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণিঝড়। এর প্রভাবে আরও ৪৮ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা কেরল তামিলনাডু পন্ডিচেরি শহর সংলগ্ন এলাকায়।