টানা বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু; মৃত ১৭, ছুটি ঘোষণা রাজ্যের অধিকাংশ স্কুল-কলেজে

Dec 02, 2019, 14:50 PM IST
1/5

S 5

S 5

টানা বৃষ্টিতে নাজেহাল তামিলনাড়ু।  সোমবার কোয়েম্বাত্তুরুতে দেওয়াল চাপা পড়ে মৃত্য হয়েছে ১৭ জনের। আজ আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

2/5

S 4

S 4

রাজ্যের বিপর্যয় মেকাবিলা দফতর সূত্রে জানা যাচ্ছে, সোমবার স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে তিরুভাল্লুর, থুটুকোডিস রামানাথ পুরমোর মতো এলাকায়। স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে কাঞ্চিপুরম, কাড্ডালোর-সহ রাজ্যের বেশকিছু এলাকায়।

3/5

S 3

S 3

টানা বৃষ্টির কথা মাথায় রেখে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় ও আন্না বিশ্ববিদ্যালয়ে ২ ডিসেম্বরের পরীক্ষা বাতিল করা হয়েছে। পুদুচেরিতেও স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

4/5

S 2

S 2

প্রবল বৃষ্টি ও সঙ্গে দমকা হাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন উপকূলবর্তি এলাকার মত্সজীবীরাও। মন্দাপন উপকূলে একাধিক মাছ ধরার নৌকো ও ট্রলার ভেঙে গিয়েছে। শঙ্কারাবারানি  নদীর জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে বন্যার সতর্কবার্তা জারি করেছেন রাজ্য সরকার।  

5/5

s 1

s 1

হাঁটু সমান জল জমেছে চেন্নাইয়ের বিভিন্ন এলাকায়। জেলার অধিকাংশ অংশে বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে।  সমস্যা মোকাবিলায় রাজ্যে ১৭৬টি ত্রাণ শিবির খুলেছে রাজ্য সরকার।