উত্তর কলকাতায় চলছে রাজের পরিণীতার শ্যুটিং, দেখুন তারই ঝলক...

Apr 17, 2019, 17:31 PM IST
1/8

পরনে ফ্রক, পিঠে স্কুল ব্যাগ, মাথার দুদিকে দুই বিনুনী লাল ফিতে দিয়ে বাঁধা। স্বামী রাজ চক্রবর্তীর নতুন ছবি 'পরিণীতা'য় নিজের লুকই সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেই শেয়ার করেছিলেন অভিনেত্রী।  

2/8

এবার পরিণীতার শ্যুটিংয়ের আরও বেশকিছু ছবি শেয়ার করেছেন পরিচালক রাজ চক্রবর্তী। 

3/8

রাজ চক্রবর্তীর এই ছবির শ্যুটিং হচ্ছে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায়। 

4/8

পরিণীতার পটভূমি উত্তর কলকাতার। ছবিতে থাকছে পাড়াতুতো প্রেমের গল্পও। 

5/8

এই ছবিতে থাকছে পাড়াতুতো প্রেমের গল্প।

6/8

শুভশ্রীর বিপরীতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীর মতো অভিনেতাকে। 

7/8

 থাকছেন অভিনেতা গৌরব চক্রবর্তী ও আদৃত।

8/8

এই ছবির সঙ্গীত পরিচালনা করবেন অর্কপ্রভ মুখোপাধ্যায়, চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত।