Heatwave: তাপমাত্রার 'হাফ সেঞ্চুরি'! ৫০-য়ে হাঁসফাঁস জনজীবন, হিটস্ট্রোকে মৃত্যু দেশ জুড়ে তৈরি করেছে ঘোর আতঙ্ক...

Northern India Heatwave: আবার তাপপ্রবাহ ফিরে এসেছে। আগামী ৫ দিনের জন্য তাপপ্রবাহজনিত সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন। উত্তর ভারত জুড়ে অসহ্য পরিস্থিতি। রাজস্থানে তাপপ্রবাহের জেরে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে।

| May 24, 2024, 13:30 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার তাপপ্রবাহ ফিরে এসেছে। আগামী ৫ দিনের জন্য তাপপ্রবাহজনিত সতর্কতা জারি করল ভারতীয় মৌসম ভবন। উত্তর ভারত জুড়ে অসহ্য পরিস্থিতি। আর রাজস্থানের তো কথাই নেই! সেখানে তাপপ্রবাহের জেরে এখনই কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। জালোর জেলায় একজন মহিলা-সহ চারজনের মৃত্যু হয়েছে। বালোত্রা জেলার এক শোধনাগারে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও যোধপুরে তাপপ্রবাহে আরও একজনের মৃত্যু হয়েছে।

1/6

রাজস্থান

মে মাসের শেষেও তাপপ্রবাহ থেকে নিস্তার নেই। বৃহস্পতিবার দেশের উষ্ণতম স্থান ছিল রাজস্থানের বারমের। সেখানের তাপমাত্রার পারদ ৪৯ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই।

2/6

উত্তর জুড়ে

শুধু রাজস্থান নয়, তাপপ্রবাহে পুড়ছে পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ থেকে গুজরাট, মধ্য়প্রদেশ-সহ একাধিক রাজ্য। এই সব জায়গার তাপমাত্রাও ৪৫ ডিগ্রি পার করেছে।

3/6

অসহ্য তাপপ্রবাহ

এবং আগামী কয়েকদিন ধরে অসহ্য তাপপ্রবাহের এই জ্বালা সহ্য করে যেতে হবে, এমনই পূর্বাভাস মৌসম ভবনের।

4/6

আরও ৫

মৌসম ভবন পূর্বাভাসে বলেছে, আগামী পাঁচদিন এই তাপপ্রবাহ জারি থাকবে। 

5/6

আরও ৩

আগামী তিনদিন উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও রাজস্থানে তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোকের সতর্কতা জারি করা হয়েছে।

6/6

লাল সতর্কতা

রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগঢ়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে।