প্রাণপ্রতিষ্ঠার পরে প্রথম দোল রামলালার! কেমন করে রেঙে উঠলেন শ্রীরাম? আশ্চর্য অভিজ্ঞতা ভক্তদের...
Ram Lalla First Holi: এ বছরের ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। সেদিন সাধারণ ভক্তের দর্শন বন্ধ ছিল। পরদিন ২৩ জানুয়ারি থেকে সকলের জন্য খুলে দেওয়া হয় মন্দির। তারপর থেকে টানা দর্শন চলছেই। হিসেবে সবে একমাস পূর্ণ করল অযোধ্যার এই রামমন্দির।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অযোধ্যা রামমন্দিরে মহা সমারোহে পালিত হল দোল। রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর এটিই ছিল রামলালার প্রথম দোল। ফলে রামলালাকে আবির দিতে প্রচুর ভক্ত এদিন জড়ো হয়েছিলেন রামমন্দিরে। আবির ও রঙের সঙ্গে দোলের সাজে সেজে উঠেছিলেন রামলালা। রামলালার সঙ্গে এদিন সমস্ত ভক্ত মেতে ওঠেন দোল খেলায়। আর রামমন্দিরের দোল খেলা ও রং মাখা রামলালার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে শ্রীরাম জন্মভূমি ট্রাস্ট, যা নিয়ে সাড়া পড়ে গিয়েছে সব মহলে।
1/7
প্রথম দোল
2/7
রঙ্গোৎসব
photos
TRENDING NOW
3/7
রামলালাকে আবির
4/7
গোলাপি পোশাকে
5/7
আচার্যকণ্ঠে রং-গান
6/7
ভাইরাল
7/7
রামলালাকে ৫৬
photos