Ram Navami in Ayodhya: আলোয় আলো! জেনে নিন, রামনবমী উপলক্ষে কীভাবে সেজে উঠছে রামমন্দির...

Ram Navami | Ram Temple: নবরাত্রি ন'দিনের উৎসব। নবরাত্রি তিথির শেষ দিনটি রামনবমী হিসেবে পালিত হয়। রামনবমীর আগেই সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত রামমন্দিরকে যেন চেনাই যায় না।

| Apr 16, 2024, 16:38 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রামনবমীর আগেই সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। অপূর্ব আলোকসজ্জায় সজ্জিত রামমন্দিরকে যেন চেনাই যায় না। গত জানুয়ারিতে রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর থেকেই আসন্ন রামনবমী নিয়ে তখন থেকেই আগ্রহ ছিল তুঙ্গে। চৈত্র নবরাত্রি নিয়ে সারা দেশে তৈরি হয়েছে উৎসবের আবহ। মেতে উঠেছেন ভক্তেরা। 

1/7

নবরাত্রি-রামনবমী যোগ

চৈত্র নবরাত্রির সঙ্গে রামনবমীর কী যোগাযোগ? এদিন রামের জন্মদিন বলে ধরা হয়।

2/7

নবরাত্রি তিথির শেষ দিনে

অনেক ভক্তিমান হিন্দুই দেবী দুর্গার নানা অবতারের এই পুজোর নবরাত্রি তিথির শেষ দিনটি রামনবমী হিসেবে পালন করেন। 

3/7

নবমীতে জন্ম

তাঁরা মনে করেন, দশরথপুত্র শ্রীরামচন্দ্র, যাঁকে শ্রীবিষ্ণুর অংশজাত মনে করা হয়, তিনি নবরাত্রির শেষ দিনে, নবমীতে জন্মগ্রহণ করেছিলেন। 

4/7

রামপুজো

সেই হিসেবে দিনটি রামনবমী বলে চিহ্নিত। সারা দেশে দিনটিতে রামচন্দ্রের পুজো হয়। 

5/7

বিপুল আড়ম্বর

এ বছর অযোধ্যার রামমন্দিরেও বিপুল আড়ম্বরে তা পালিত হবে।

6/7

আভাস

সেই আভাসই কয়েকদিন ধরে মিলছে। 

7/7

মর্যাদাপুরুষোত্তম

আগামীকাল অযোধ্যায় মর্যাদাপুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে রামচন্দ্রের বালরূপ শ্রীরামলালার বিশেষ পুজোপাঠ সারাদিন ধরে চলবে।