Deepika-Ranveer:মুম্বইয়ে বিলাসবহুল ফ্ল্যাট, এবার সমুদ্রের পাড়ে নতুন বাংলো দীপবীরের

Sep 14, 2021, 20:40 PM IST
1/6

আলিবাগের ফার্মহাউজ

Farm House in Alibug

নিজস্ব প্রতিবেদন: মুম্বইয়ে এক বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোণ। এবার মুম্বইয়ের বাইরে বাংলো কিনলেন তাঁরা। আলিবাগে সমুদ্রের পাড়ে দীপবীরের নতুন ফার্ম হাউজ। 

2/6

নয়া সম্পত্তি

New Property

সম্প্রতি আলিবাগে গিয়েছিলেন এই দম্পতি। বাংলো কেনার প্রক্রিয়ায় বাকি ছিল কিছু সইসাবুদ সহ অফিসিয়াল কাজ। সেই সব কাজ সম্পন্ন করতেই আলিবাগে গিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে এই বাংলোর দাম ২২ কোটি টাকা। 

3/6

ব্যাঙ্গালোরে নতুন প্রপার্টি

New Property in Bangalore

শোনা যাচ্ছে খুব তাড়াতাড়িই সেই বাড়ির কাজ শুরু করাবে দীপিকা-রণবীর। গত মাসেই নিজের হোমটাউন ব্যাঙ্গালোরে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন দীপিকা। 

4/6

মুম্বইয়ের ফ্ল্যাট

Flat in Mumbai

মুম্বইয়ে তাঁদের চার বেডরুমের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। লকডাউনে সেই ফ্ল্যাটের ছবি আপলোড করতে দেখা গেছে এই কাপলকে। ২০১৮ সালে নিজেদের প্রথম অ্যাপার্টমেন্ট কেনেন তাঁরা। 

5/6

ভালো সময়

Good Time

সময়টা বেশ ভালোই কাটছে দীপিকা রণবীরের। একদিকে দীপিকা শুরু করতে চলেছেন তাঁর হলিউডের ছবি। অন্যদিকে সঞ্জয় লীলা বনশালির বৈজু বাওয়ারা ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রণবীরকে। 

6/6

মুক্তির অপেক্ষায়

Upcoming Release

মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁদের ছবি এইট্টি থ্রি। এই ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে ও তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোণ।