Solar Eclipse: গ্রহণের সময় এটা করলেই নাকি নরকযন্ত্রণা ভোগ! আপনি করেননি তো?

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, হাইব্রিড সূর্যগ্রহণ বিরল ঘটনা। প্রায় ১০০ বছর পর এই ধরনের গ্রহণের সাক্ষী থাকে গোটা বিশ্ব। এই বিরল গ্রহণের সময়, মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটি বলয়ের মতো আকৃতি তৈরি করে সূর্য। একে কঙ্কনকৃতি গ্রহণও বলা হয়।

Apr 20, 2023, 13:18 PM IST
1/7

সূর্যগ্রহণে কী করবেন না!

Rare Hybrid Solar Eclipse 2023 today

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সকালে ছিল বছরের প্রথম সূর্যগ্রহণ। এদিন সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত, সাড়ে ৫ ঘণ্টা স্থায়ী হয় সূর্যগ্রহণ। এখন এই  সূর্যগ্রহণের সময় কী করবেন আর কী করবেন না, এই নিয়ে নানা মুনির নানা মত বা বলা ভালো প্রবাদ প্রচলিত রয়েছে। যেমন-

2/7

সূর্যগ্রহণে কী করবেন না!

Rare Hybrid Solar Eclipse 2023 today

১) এই সময়ে খাওয়া বা রান্না করা থেকে বিরত থাকতে বলা হয়। পুরাণ মতে, গ্রহণের সময় অন্ন ভোজন করেন, তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয়।   

3/7

সূর্যগ্রহণে কী করবেন না!

Rare Hybrid Solar Eclipse 2023 today

২) গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন বাইরে বের হতে নিষেধ করা হয়। তাহলে নাকি গর্ভের সন্তানের ওপর বিরূপ প্রভাব পড়ে।

4/7

সূর্যগ্রহণে কী করবেন না!

Rare Hybrid Solar Eclipse 2023 today

৩) গ্রহণের সময় শুয়ে থাকতে অথবা ঘুমোতে বারণ করা হয়। কারণ, তাতে নাকি শরীরের উপর নেতিবাচক প্রভাব পড়ে।  

5/7

সূর্যগ্রহণে কী করবেন না!

Rare Hybrid Solar Eclipse 2023 today

৪) গ্রহণের সময় ধারালো জিনিস ধরতে বারণ করা হয়। ছুরি, কাঁচি, সূঁচ জাতীয় কোনও ধারালো জিনিস নাকি ধরতে নেই।

6/7

সূর্যগ্রহণে কী করবেন না!

Rare Hybrid Solar Eclipse 2023 today

৫) গ্রহণের সময় নখ কাটা, চুল কাটা, গোঁফ-দাড়ি কাটা এমনকি চিরুনি ব্যবহারও করতে না বলা হয়ে থাকে।   

7/7

সূর্যগ্রহণে কী করবেন না!

Rare Hybrid Solar Eclipse 2023 today

৬) শুধু কি তাই গ্রহণ চলাকালীন ঠাকুর পুজো দেওয়াও মানা! বাড়িতে ঠাকুরের ছবি বা মূর্তি ঢেকে রাখতে বলা হয়েছে জ্যোতিষশাস্ত্রে।