Ration Dealers' Strike: ৭২ ঘণ্টা রেশন পাবেন না আপনি, কেন জানেন?

Feb 07, 2023, 08:12 AM IST
1/5

৭২ ঘন্টার ধর্মঘট

৭২ ঘন্টার ধর্মঘট

অয়ন ঘোষাল: মঙ্গলবার থেকে দেশ জুড়ে ৭২ ঘন্টার রেশন ধর্মঘট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার ফেডারেশন এই ধর্মঘটের ডাক দিয়েছে।

2/5

১১ দাবি

১১ দাবি

মোট ১১ দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকেই ধর্মঘট চলছে। এর মধ্যে মূল তিন দাবি

3/5

মূল তিন দাবি

মূল তিন দাবি

১) প্রধানমন্ত্রী গরীব কল্যান অন্ন যোজনায় ৫ কিলো চাল গম জানুয়ারী থেকে বন্ধ।  ২) দ্রব্য মূল্য বৃদ্ধি প্রতিরোধে রেশনের মাধ্যমে ডাল, তেল, চিনি সরবরাহের দাবি ৩) রেশন ডিলারদের ন্যুনতম মাসিক ৫০ হাজার টাকা আয়ের গ্যারান্টি দিতে হবে। 

4/5

কতজন ডিলার?

কতজন ডিলার?

এই রাজ্যের মোট ২০,২৮১ জন রেশন ডিলারের মধ্যে ফেডারেশনের অধীনে থাকা ১৭,১২১ জন ডিলার মঙ্গলবার দোকান খোলেন নি। অর্থাৎ রাজ্যের প্রায় আট কোটি উপভোক্তা আগামি ৭২ ঘণ্টা রেশন তুলতে পারবেন না। 

5/5

পার্লামেন্ট অভিযানের ডাক

পার্লামেন্ট অভিযানের ডাক

রাজ্যের পাশাপাশি দেশের মোট ৫ লক্ষ ৩৮ হাজার রেশন ডিলারও এই ধর্মঘটে সামিল হয়েছেন। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযুষ গোয়েলের কাছ থেকে দাবি নিয়ে ইতিবাচক সাড়া না মিললে আগামি ২২ মার্চ পার্লামেন্ট অভিযানের ডাক দেওয়া হয়েছে ফেডারেশনের পক্ষ থেকে।