1/5
প্লে-অফ খেলবে বেঙ্গালুরু, আশা চাহালের
2/5
প্লে-অফ খেলবে বেঙ্গালুরু, আশা চাহালের
photos
TRENDING NOW
3/5
প্লে-অফ খেলবে বেঙ্গালুরু, আশা চাহালের
4/5
প্লে-অফ খেলবে বেঙ্গালুরু, আশা চাহালের
চাহাল বললেন, "২০১৬-তেও আমরা এরকমই খারাপ পরিস্থিতিতে ছিলাম। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে ফাইনাল খেলেছিলাম। এবার তা হলে পারব না কেন! সেবার আমাদের হাতে সাতটা ম্যাচ ছিল। যার মধ্যে আমরা ছটা ম্যাচে জিতেছিলাম। এবারও সেরকমই করতে হবে। বাকি ম্যাচগুলো যদি টানা জিততে পারে, তা হলেই প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করা যাবে।"
5/5
প্লে-অফ খেলবে বেঙ্গালুরু, আশা চাহালের
কোন জায়গায় ভুল হচ্ছে? যার জন্য বারবার বড় রান করার পরও হারের সম্মুখীন হতে হচ্ছে! চাহাল বললেন, "ব্যাটিং নাকি বোলিং, কোন জায়গায় ভুল হচ্ছে তা বলতে পারব না। এটুকু বলতে পারি, টিম হিসাবে আমরা খেলতে পারছি না। তবে ডেথ ওভারের বোলিং নিয়ে আমাদের সতর্ক হতে হবে। আমরা ১৬ ওভার পর্যন্ত ভাল বোলিং করছি। তার পর বোলাররা প্রচুর রান দিয়ে ফেলছে। শেষের কয়েকটা ওভার নিয়ে ভাবতে হবে।"
photos