সাত দফায় সাধারণ নির্বাচন, কে কী বললেন?

Mar 10, 2019, 18:42 PM IST
1/4

Reaction_1

নরেন্দ্র মোদী: লোকসভা নির্বাচনে সব দলকে শুভেচ্ছা। বিভিন্ন দলের ভিন্ন মত থাকতেই পারে কিন্তু সবার একটাই লক্ষ্য, দেশের উন্নয়ন, দেশবাসীকে শক্তিশালী করে তোলা।

2/4

Reaction_2

অরবিন্দ কেজরীবাল- এই একমাত্র সময় গণতন্ত্রের আসল শক্তিপ্রদর্শনের। স্বৈরাতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী সরকারকে উত্খাত করার সময় এসেছে।

3/4

Reaction_3

মায়াবতী- সাত দফায় সাধারণ নির্বাচনকে স্বাগত জানাচ্ছি। অবাধ, সুন্দর,  শান্তিপূর্ণ ভোট হওয়া অত্যন্ত জরুরী। গরিব বিরোধী এবং পুঁজিবাদি সরকারের প্রতি ১৩০ কোটি দেশবাসী বিরক্ত হয়ে পড়েছেন। সংবিধান এবং গণতন্ত্রকে সম্মান করতে নতুন সরকার আসা উচিত।

4/4

Reaction_4

দিলীপ ঘোষ- দিলীপ ঘোষ বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা আছে। সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী দিতে হবে।