করোনার আবহের মধ্য়েই টানা ৪ বছর 'রেকর্ড' করল কলকাতা! 'আরামের গরম' কাটাল শহরবাসী
Jun 01, 2020, 15:16 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : করোনা, লকডাউন। বাড়িবন্দি সবাই। মনখারাপ, দুশ্চিন্তা। তবে সবকিছুকে সঙ্গে নিয়েই টানা ৪ বছর একটা 'আরামের গরম' কাটাল কলকাতাবাসী।
2/5
আরামের গরম! এ আবার কী? অবাক হলেন নিশ্চই? তাহলে চলুন বিষয়টা খোলসা করা যাক। টানা ৪ বছর মার্চ-এপ্রিল-মে-তে ৪০ পার করল না পারদ। ফলে খানিক স্বস্তির গরম কাটালেন শহরবাসী।
photos
TRENDING NOW
3/5
রেকর্ড বলছে, আলিপুরে পারদ এবছর মার্চ মাসে সর্বোচ্চ ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। মে-তে ছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস।
4/5
২০১৭ সাল থেকে টানা ৪ বছর পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছোঁয়নি। বিগত ১৫ বছরে যা নজিরবিহীন। গত ৩ মাস মিলিয়ে সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
5/5
স্বাভাবিক ৩৪.৭-ডিগ্রি সেলসিয়াসের থেকেও যা কিনা কম। ফলে এককথায় 'আরামের গরম' বলাই- যায়। তবে জুন মাস সবে শুরু হয়েছে। জুনে বর্ষা নামার কথা থাকলেও, গত ২ বছরে জুনেও ভালোই খেল দেখিয়েছে অগ্নিদেব। এবার দেখা যাক কী হয়!