রেড রোডে চলছে মেগা কার্নিভাল, বাংলার সংস্কৃতির সাজে মুগ্ধ দেশ বিদেশের পর্যটকরা

Oct 11, 2019, 18:41 PM IST
1/8

রেড রোডে চলছে মেগা কার্নিভাল। বাঙালির সেরা উৎসবের অন্তিম লগ্ন এসেগিয়েছে।

2/8

কার্নিভালে অংশ নিবে মোট ৮০টি পুজো কমিটি। ইতিমধ্যেই একে একে আসছেন। 

3/8

কার্নিভালে এবছরের থিম রাঙা মাটির দেশ। মূল মঞ্চ সেজেছে সেই ধাঁচেই। 

4/8

উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী।

5/8

এসেছেন দেশবিদেশের পর্যটকরাও। বাংলার সংস্কৃতির রূপে কার্যত মুগ্ধ তাঁরা। 

6/8

ভিড় জমিয়েছেন বহু দর্শনার্থী। রয়েছেন বিশিষ্ট অতিথিরাও। 

7/8

কার্নিভালে প্রতিটি পুজো কমিটির জন্য বরাদ্দ রয়েছে ২ থেকে ৩ মিনিট সময়। এই সময়ের মধ্যে নিজেদের কমিটিকে পরিবেশন করছেন তাঁরা।

8/8

কার্মিভাল শেষে বাবুঘাটে বিসর্জন দেওয়া হবে এই মূর্তিগুলিকে। সবমিলিয়ে রেড রোডসহ গোটা দেশ তথা বিশ্ব সাক্ষী রইল এক বর্ণাঢ্য শোভাযাত্রার।