মাত্র ১০,০০০ টাকায় ৪৮ মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা ফোন লঞ্চ করল Redmi
Jan 10, 2019, 17:26 PM IST
1/6
মাত্র ১০,০০০ টাকায় ৪৮ মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা ফোন! স্বপ্ন বাস্তব করতে পারে শাওমি। বৃহস্পতিবারই চিনে লঞ্চ হয়েছে শাওমির নতুন সাব ব্র্যান্ড রেডমির প্রথম ফোন রেডমি নোট সেভেন। চিনা মুদ্রায় তার দাম করা হয়েছে ৯৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা ১০,০০০ টাকার কাছাকাছি।
2/6
সাব ব্র্যান্ড Redmi-র অধীনে এই প্রথম কোনও ফোন লঞ্চ করল Xiaomi। Redmi Note 7 নামে এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। ৪৮ মেগাপিক্সেল ক্যামেরাটির অ্যাপারচার f/1.8. সঙ্গে রয়েছে Sony-র সেন্সর।
photos
TRENDING NOW
3/6
২টি ভেরিয়্যান্টে এই ফোন লঞ্চ করেছে Xiaomi. ৩ জিবি RAM ও ৩২ জিবি স্টোরেজ ভেরিয়্যান্টের সঙ্গে পাওয়া যাবে ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়্যান্টও।
4/6
চিনে ৩জিবি/৩২জিবি স্টোরেজ ভেরিয়্যান্টটির দাম রাখা হয়েছে ৯৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা ১০,০০০ টাকার কাছাকাছি। ৪জিবি/৬৪জিবি ভেরিয়্যান্টের দাম হয়েছে ১,১৯৯ ইউয়ান। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২,০০০ টাকা।
5/6
ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চি Full HD স্ক্রিন। রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট ও ৪,০০০mAh ব্যাটারি। রয়েছে USB C টাইপ পোর্ট ও ফাস্ট চার্জিং। তবে এই ফোন ভারতে কবে লঞ্চ হবে জানা যায়নি।
6/6
গত জুনেই শাওমির সিইও লি জুন জানিয়েছিলেন, শাওমির থেকে আলাদা হয়ে স্বাধীন ব্র্যান্ড হিসাবে ফোন লঞ্চ করবে রেডমি। মূলত মিডরেঞ্জ ফোন লঞ্চ করবে তারা। ইতিমধ্যেই ভারতের বাজারে বেশ জনপ্রিয় রেডমির ফোনগুলি।