পিরিয়ডসের সময়ে চর্মরোগ থেকে মুক্তির ঘরোয়া উপায় জেনে নিন
Mar 18, 2018, 20:51 PM IST
1/8
periods pad
পিরিয়ডস যন্ত্রণাদায়ক। ওই কয়েকটা দিন শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়। এরইসঙ্গে যোগ হয় ত্বকের সমস্যা। স্যানিটারি প্যাডে রাসায়নিক থাকায় ত্বকে অস্বস্তি তৈরি হতে পারে। ভেজাভাব থাকায় দেখা যায় চর্মরোগও। এই ধরনের চর্মরোগ থেকে মুক্তির উপায় দেখে নিন
অ্যাপল সিডার ভিনিগার ত্বকের অস্বস্তি কমাতে সাহায্য করে। সামান্য ভিনিগার তুলো নিয়ে লাগাতে পারেন। দিনে ৩ বার ব্যবহার করুন।
5/8
coconut
প্যাডের থেকে চর্মরোগের নিরাময়ের জন্য নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। রাতে ঘুমানোর আগে ঠান্ডা জলে জায়গাটি পরিস্কার করে নারকেল তেল লাগাতে পারে। সকালে উঠে স্নান রাখুন।
6/8
Baking powder
বেকিং সোডা ব্যবহার করে অস্বস্তি কমাতে পারেন। জলে মেশান দুই চামচ বেকিং পাওডার। এরপর লাগান। কিছুক্ষণ রাখার পর পরিস্কার কাপড় দিয়ে মুছে ফেলুন।
7/8
neem
ত্বকের জন্য নিম পাতার তেল উপকারি। কীভাবে তৈরি করবেন? গরম জলে কয়েকটি নিম পাতা ফেলে দিন। কিছুক্ষণ রাখার পর তা ব্যবহার করুন।
8/8
periods cotton
পিরিয়ডসে সময় সিন্থেথিক কাপড় পরবেন না। ঢিলেঢালা সুতির জামাকাপড় পরাই শ্রেয়। প্যাড ছাড়াও কাপ ব্যবহার করতে পারেন। বাজারে কটন প্যাডও পাওয়া যাচ্ছে।