'সাথী' ছবিতে জিৎ-এর বিপরীতে প্রিয়াঙ্কা ত্রিবেদীকে মনে পড়ে? এখন কী করছেন অভিনেত্রী?

Apr 18, 2020, 21:45 PM IST
1/15

'হঠাৎ বৃষ্টি' ছবিতে ফিরদৌস-এর বিপরীতে অভিনয়, সুপার হিট 'সাথী' ছবিতে  জিৎ- বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী।

2/15

বহুদিন হল 'সাথী' ছবির সেই জনপ্রিয় নায়িকাকে বাংলা ছবিতে দেখা যায়নি। শেষবার দেখা গিয়েছিল ২০১১ সালে  জিৎ-এর সঙ্গে 'হ্যালো মেমসাহেব' ছবিতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে।

3/15

বাংলা ছবির জনপ্রিয় নায়িকা কোথায় হারিয়ে গেলেন? বর্তমানে কী করছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী? 

4/15

অনেকেই হয়ত ভাবছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী অভিনয় ছেড়ে দিয়েছেন। কিন্তু না, বর্তমানে বহুদিন বাংলা ছবি থেকে দূরে থাকলেও দক্ষিণী ছবিতে সাফল্যের সঙ্গে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। 

5/15

অভিনয়ের পাশাপাশি কর্ণাটকের জনপ্রিয় অভিনেতা  তথা চিত্রনাট্য লেখক উপেন্দ্র কুমারকে বিয়ে করে মন দিয়ে সংসার করছেন।

6/15

বর্তমানে স্বামী উপেন্দ্র কুমার ও দুই ছেলেমেয়েকে নিয়ে প্রিয়াঙ্কা ত্রিবেদী থাকেন বেঙ্গালুরুতে।

7/15

সংসার করার পাশাপাশি প্রিয়াঙ্কা দক্ষিণী ছবিতে কাজও করে চলেছেন। গত বছরই মুক্তি পায় প্রিয়াঙ্কা অভিনীত এই ছবিটি।

8/15

মাঝে মধ্যে মডেলিং-এর বিভিন্ন শো-তে উপস্থিত থাকতেও দেখা যায় প্রিয়াঙ্কা ত্রিবেদীকে।

9/15

স্বামী উপেন্দ্র কুমারের সঙ্গে প্রিয়াঙ্কা ত্রিবেদী। 

10/15

প্রিয়ঙ্কার মেয়ের নাম ঐশ্বর্য উপেন্দ্র, আর ছেলের নাম আয়ুষ উপেন্দ্র।

11/15

দুই ছেলেমেয়ে ও স্বামীর সঙ্গে প্রিয়াঙ্কা। 

12/15

দক্ষিণী ছবির শ্যুটিংয়ের ফাঁকে প্রিয়াঙ্কা ত্রিবেদী।

13/15

গতবছর বেঙ্গালুরুতে দূর্গাপুজোর একটি মণ্ডপে প্রিয়াঙ্কা ত্রিবেদী।

14/15

২০০ সালে উপেন্দ্র কুমারের সঙ্গে ডেট করা শুরু করেন প্রিয়াঙ্কা ত্রিবেদী। ২০০৩ সালে তাঁরা সাতপাকে বাঁধা পড়েন।

15/15

বর্তমানে জমিয়ে সংসার করছেন প্রিয়াঙ্কা।