তৃতীয় বারের জন্য বিয়েটা সেরে ফেললেন পরিচালক, কোরিওগ্রাফার রেমো ডি'সুজা

Oct 10, 2019, 19:50 PM IST
1/5

তৃতীয়বারের জন্য বিয়েটা সেরে ফেললেন বলিউডের কোরিওগ্রাফার, ডান্সার রেমো ডি'সুজা। 

2/5

রেমো ডি'সুজার এই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর। রেমোর তৃতীয় বিয়ে নিয়ে মশকরা করতেও দেখা যায় বরুণকে। 

3/5

রেমো ডি'সুজার এই তৃতীয় বিয়ের পাত্রী কে জানেন? লিজেল ডি'সুজা। হ্যাঁ, ঠিকই শুনছেন। নিজের স্ত্রীর সঙ্গেই তৃতীয় বিয়েটা সেরে ফেলেছেন রেমো। 

4/5

২০তম বিবাহ-বার্ষিকীতেই নিয়ম মেনে এই বিয়েটা সেরেছেন রেমো ও লিজেল। 

5/5

খুব শীঘ্রই মুক্তি পাবে রেমো ডি'সুজার 'স্ট্রিট ডান্সার' ছবিটি। যেখানে দেখা যাবে বরুণ ধাওয়ানকে।