শুশুক উদ্ধারে এবার জল-অ্যাম্বুল্যান্স

Jul 08, 2020, 21:49 PM IST
1/5

মৌপিয়া নন্দী: অজয় ও গঙ্গার অববাহিকায় বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীর বাস । যার মধ্যে রয়েছে বেশ কিছু বিপন্ন প্রজাতির প্রাণীও। রয়েছে বিপন্ন প্রজাতির গ্যাঞ্জেটিক ডলফিনও।  

2/5

কাটোয়ার কাছে সাকাইঘাটে ৪ টি শাবক-সহ ১১ টি গাঙ্গেয় শুশুক আছে। পাটুলি ঘাট থেকে কল্যাণপুর ঘাটের মধ্যে রয়েছে আরও অন্তত ৩০-৩২ টি শুশুক। এই জীববৈচিত্র্যকে বাঁচাতে উদ্যোগী বন দফতর। 

3/5

জনসচেতনতা বাড়ানোর জন্য ততপর বন দফতর। বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে হল তার সূচনা। নদীবক্ষে টহল ও অসুস্থ জলজ প্রাণী উদ্ধারে অজয় গঙ্গা নামে আধুনিক জলযানের ফ্ল্যাগ অফ করলেন বনমন্ত্রী। 

4/5

উপস্থিত ছিলেন প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিনহা।এর পাশাপাশি লোকালয়ে বণ্যপ্রাণী হানা দিলে যাতে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়া যায় সেই লক্ষ্যে পথে নামল অত্যাধুনিক গাড়ি ঐরাবত। 

5/5

এই অত্যাধুনিক গাড়িতে রয়েছে  বণ্যপ্রাণী ধরা ও তার চিকিত্সার যাবতীয় সামগ্রী। এর আগেও বেশ কয়েকটি ঐরাবত উত্তর ও দক্ষিণ বঙ্গে পথে নামান হয়েছে। মানুষ-বণ্যপ্রাণ সংঘাত এড়াতে অন্যতম কার্যকরী এই ইউটিলিটি ভেহিকল।