1/6
উত্তরণ
2/6
আবিষ্কার
photos
TRENDING NOW
3/6
আদিমমানবী
পাওয়া গিয়েছে আদিম মানবীর ফসিল। যার ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে আসছেন।জানা যাচ্ছে, এই যে মানবগোষ্ঠী তারা ৩৭ হাজার বছর আগেই আলাদা বৈশিষ্ট্য অর্জন করে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল। সেই বৈশিষ্ট্যের সঙ্গে হালের পাপুয়া নিউগিনি অঞ্চলের মানুষের প্রভূত মিল আছে। আর এই পাপুয়ানদেরই অস্ট্রেলিয়ার আদিম অধিবাসী ধরা হয়। ফলে, অস্ট্রেলিয়ার অধিবাসীর সঙ্গে ভারত ভূখণ্ডের অধিবাসীর জিনগত সাদৃশ্য ধরা পড়ছে যা আদিম মানবের পরিযানের নতুন সম্ভাবনা সামনে আনছে।
4/6
জীবনযাত্রা
5/6
যাত্রা
অন্তত পক্ষে ৫০ হাজার বছর আগেই মানুষ মহাদেশ অতিক্রম করত। এ তথ্য় জানাই ছিল। কিন্তু কোন পথে, এটা ঘটত, সে বিষয়ে আধুনিক মানুষের কোনও স্পষ্ট ধারণা তৈরি ছিল না। এই ধরনের গবেষণার ফলাফলই সেই ধারণা তৈরি করে দিচ্ছে। এর আগে এ সংক্রান্ত যে আর্কিওলজিক্যাল সাক্ষ্য মিলেছিল তা প্রায় ৪৬ হাজার বছরের পুরনো ছিল। সেটা পাওয়া গিয়েছিল ইন্দোনেশিয়ায়।
6/6
চুনাপাথরের গুহা
photos