1/5
2/5
photos
TRENDING NOW
3/5
সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিটানি, দীপেশ সাওয়ান্ত, নীরজ সিং এবং স্যামুয়েল মিরান্ডাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। টানা ১৩ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের সময় সিবিআইয়ের কাছে একের পর এক বিস্ফোরক দাবি করেন সিদ্ধার্থ, স্যামুয়েলরা। ৮ জুন রিয়ার সঙ্গে সুশান্তের বড়সড় ঝামেলা হয় এবং তারপরই অভিনেত্রী সুশান্তের ফ্ল্য়াট চেড়ে চলে যান। তবে পরপর ৮টি হার্ডড্রাইভ নষ্ট করার পরই সুশান্তের ফ্ল্যাট ছাড়তে রিয়া রাজি হন বলে দাবি করেন ওই ৩ জন
4/5
অন্যদিকে রিয়ার সঙ্গে জয়া সাহা, গৌরব, শ্রুতি মোদী, স্যামুয়েল মিরান্ডাদের হোয়াটস অ্যাপের কথপোকথন প্রকাশ্যে আসতে শুরু করেছে। যেখানে কখনও সুশান্তকে সিবিডি ওয়েলের মতো নিষিদ্ধ মাদক আবার কখনও এমডিএমএ-র মতো মাদক দেওয়ার কথা প্রকাশ্যে এসেছে। এসবের পাশাপাশি আরও জানা যায়, বিভিন্ন ধরনের পানীয়ের সঙ্গে মাদক মিশিয়েই রিয়া সুশান্তকে গোপনে পান করাতেন। সুশান্ত গাঁজা ছাড়তে চাওয়ার পরই তাঁকে নিষিদ্ধ মাদক দেওয়া শুরু করেন রিয়া চক্রবর্তী। এমন অভিযোগও উঠে আসে
5/5
ভাই সৌভিক চক্রবর্তীর বন্ধু গৌরবের কাছ থেকে ওই মাদক নিতেন রিয়া। গৌরব, জয়াদের কাছ থেকে মাদক নিতে রিয়াকে সাহায্য করতেন স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তরা। এমন অভিযোগও প্রকাশ পায় রিয়া এবং জয়া সাহা, শ্রুতি মোদীদের কথপোকথনের মাধ্যমে। রিয়ার সঙ্গে মাদকের কারবারীদের হোয়াটস অ্যাপের চ্যাট প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে যায় রিয়াকে গ্রেফতারের দাবি
photos