Ram Mandir Rituals: ১২৫ কলসের জলে স্নান করিয়ে প্রাণ প্রতিষ্ঠা রামলালার! হাজির থাকবে ১৫০ দেশ...
Ram Mandir Rituals Schedule: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। আর আজ, ১৬ জানুয়ারি থেকেই শুরু রামলালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে অযোধ্যার উৎসব। দেড়শোটি দেশের প্রতিনিধিরা আসবেন বলে খবর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেড়শোটি দেশের প্রতিনিধিরা আসবেন। ১০০-র বেশি চার্টার্ড জেট আসছে অযোধ্যায়। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে পুরোদমে চলছে প্রস্তুতি। দেখতে গেলে, আজ, ১৬ জানুয়ারি থেকেই অযোধ্যার শুরু রামমন্দিরের উৎসব। সাতদিনব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু আজ, ১৬ জানুয়ারি থেকেই। তবে ২০২০ সালের ৫ অগস্ট ভূমিপূজন দিয়েই এই গ্র্যান্ড ইভেন্টের শুরু। করেছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। অন্তত ৭০০০ জন আমন্ত্রিত এই অনুষ্ঠানে। থাকছেন সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অমিতাভ বচ্চনের মতো হেভিওয়েট।
2/8
রামলালার মূর্তি
photos
TRENDING NOW
3/8
গণেশপুজো
7/8
রামলালার মূর্তি স্থাপন
8/8
২১-২২ জানুয়ারি মন্দিরেপ্রবেশ বন্ধ
photos