Deadly Road Accident: ভয়ংকর! বাসের সঙ্গে ডাম্পার ট্রাকের মুখোমুখি ধাক্কা! কত মৃত্যু? আহতই-বা কত?

Deadly Road Accident in Gujarat's Bhavnagar: পথদুর্ঘটনায় মঙ্গলবার মারা গেলেন মোট ৬ জন। আহত হয়েছেন মোট ১০ জন।

| Dec 17, 2024, 13:32 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই এখানে ভয়ংকর এক পথদুর্ঘটনা হয়েছিল। পরীক্ষা দিতে যাচ্ছিলেন পড়ুয়ারা। পরীক্ষা দেওয়া আর সেদিন হল না তাঁদের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি যেখানে ঘটেছিল, ফের সেখানেই আজ আবার এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

1/6

মৃত্যু ৬

এই পথদুর্ঘটনায় আজ, মঙ্গলবার মারা গেলেন মোট ৬ জন।

2/6

আহত ১০

আহত হয়েছেন মোট ১০ জন।

3/6

মুখোমুখি ধাক্কা

কী ঘটেছিল? বাসের সঙ্গে ডাম্পার ট্রাকের মুখোমুখি ধাক্কা!

4/6

ভোর ৬টায়

ভোর ৬টার সময় দুর্ঘটনাটি ঘটেছে! মাহুভা থেকে ভাবনগরের দিকে আসছিল বাসটি। তখনই ডাম্পার ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা ঘটে!

5/6

চেপ্টে যায় বাস

ডাম্পার ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা এতটা তীব্র হয় যে, বাসটির ডানপাশ সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যায়!

6/6

গুজরাটেই

দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাবনগরের ত্রাপজ গ্রামে, জাতীয় সড়কে। আগের দুর্ঘটনাটি ঘটেছিল গুজরাটেরই জুনাগড়ে জুনাগড়-সোমনাথ হাইওয়ের উপর।