Deadly Road Accident: বীভৎস! পরীক্ষা দেওয়া আর হল না, কলেজে পৌঁছনোর আগেই হাইওয়েতে পিষে গেলেন ৫ পড়ুয়া! মোট মৃত্যু...

Deadly Road Accident in Gujarat's Junagadh: পরীক্ষার মরসুম। এই অবস্থায় এই ধরনের দুর্ঘটনা প্রতিটি পরিবারকে আতঙ্কে ফেলে দিয়েছে।

| Dec 09, 2024, 12:54 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরীক্ষা দিতে যাচ্ছিলেন পড়ুয়ারা। পরীক্ষা দেওয়া আর হল না তাঁদের। এক ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হলেন তাঁরা। এরপর থেকে প্রতিটি অভিভাবকই হয়তো দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন, প্রতিটি পড়ুয়াও হয়তো। মর্মান্তিক এই দুর্ঘটনাটি কোথায় ঘটেছে? মোট কজন মারা গিয়েছেন?

1/6

৭ জন

এই পথদুর্ঘটনায় মারা গিয়েছেন মোট ৭ জন।    

2/6

৫ পড়ুয়া

এই সাত জনের মধ্যে ছিলেন ৫ জন পড়ুয়া।  

3/6

ডিভাইডারে ধাক্কা

কী ভাবে দুর্ঘটনা? গাড়িটি যথেষ্ট গতিশীল ছিল। সেই অবস্থায় রোড ডিভাইডারের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে!  

4/6

পাশের লেনে

এত তীব্র সেই ধাক্কা যে, গাড়িটি উল্টে যায় এবং প্রায় উড়ে গিয়ে পাশের লেনে গিয়ে পড়ে! পাঁচজনের অন স্পট মৃত্যু ঘটে! 

5/6

অন্য লেনের অন্য গাড়ি

ওদিকে পাশের লেনেও তো গাড়িগুলি ছুটছিল। সেখানে অন্য একটি গাড়ির সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির ধাক্কা লাগে। ওই গাড়ির দুজনের সঙ্গে-সঙ্গে মৃ্ত্যু ঘটে। মোট মৃত্যু ৭!

6/6

গুজরাটের জুনাগড়ে

দুর্ঘটনাটি ঘটেছে গুজরাটের জুনাগড়ে সোমবার সকাল ৮টা নাগাদ জুনাগড়-সোমনাথ হাইওয়ের উপর। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত উদ্ধারকাজে সামিল হন। সঙ্গে সঙ্গে দৌড়ে আসে পুলিস।