Hooghly: বৃষ্টিতে স্বস্তি নয়, হুগলির কোন্ননগরে রাস্তায় এখন হাঁস চড়ছে!

May 02, 2023, 21:49 PM IST
1/7

বিধান সরকার: বর্ষা আসেনি এখনও। তাহলে? কয়েক পশলা বৃষ্টিতেই খানাখন্দে ভরা রাস্তা জলের তলায়! এতটাই জল জমে গিয়েছে যে, হাঁস চড়ে বেড়াচ্ছে! চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। এমনই ছবি ধরা পড়ল হুগলির কোন্নগরে।  

2/7

গ্রীষ্মের প্রবল দাবদাহ আর নেই। গত কয়েক দিনে কম-বেশি ঝড়-বৃষ্টি হয়েছে রাজ্যের সর্বত্রই। নেমেছে তাপমাত্র পারদও।

3/7

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ভ্রুকুটি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ, এমনকী উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।   

4/7

ষ্টিকে স্বস্তি নয়। বরং দুর্ভোগ বেড়েছে হুগলির কোন্নগরের নবগ্রাম পঞ্চায়েতের বড় বহেরা গ্রামে। 

5/7

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। তার উপর একটু বৃষ্টি হলেই জল জমে যায়।

6/7

ব্যতিক্রম ঘটেনি এবার। বহেরা গ্রামে পাকা রাস্তা আর ড্রেন একাকার হয়ে দিয়েছে। জল মাড়িয়ে যাতয়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। চলছে বাইক, স্কুটিও

7/7

কেন এমন পরিস্থিতি? স্থানীয় পঞ্চায়েতে বহুবার জানিয়েও নাকি কাজ হয়! পঞ্চায়েতের প্রধান শিবানী দত্তের অবশ্য দাবি, 'ওই এলাকায় নিকাশি নালা তৈরির কাজ চলছে। আমরা খবর পেলে লোক পাঠিয়ে ঠিক করে দিই'।