বছর ঘুরতেই Lockdown, করোনার দাপটে থমকে গেল শহর

Mar 15, 2021, 10:04 AM IST
1/8

নিজস্ব প্রতিবেদন: খা খা করছে রাস্তা, বন্ধ দোকানপাট, কেউ কোথাও নেই। পুলিসের চোঙ রাঙানিতে গৃহবন্দী মানুষ। ফিরল সেই ভয়াবহ স্মৃতি। করোনার প্রকোপে ফের একবার লকডাউন শুরু হল মহারাষ্টের নাগপুর সহ বেশ কিছু অংশে। 

2/8

ভ্য়াকসিনকেও কি জব্দ করে দিন ওই কয়েক ন্যানো মিটারের জন্তুটি? উত্তরের খোঁজে নাজেহাল বিশেষজ্ঞরা। তাঁরা আগেই জানিয়েছিলেন, ভ্যাকসিন আসা মানে যে করোনা একে বারে চলে গিয়েছে এমনটা ভাবলে ভুল করবেন। গা ছাড়া ভাব দেখালেই বিপদ বড়। ঠিক তাই ঘটল। ফিরে এল করোনার স্মৃতি।  

3/8

করোনা নিজেকে বদলে ভয়াবহ আকার নিয়েছে। যার সংক্রমণ ক্ষমতা অনেকটাই বেশি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আর তার জেরেই ফের লকডাউনের ভাবনা উদ্ধব ঠাকরের প্রশাসনের।

4/8

১৫ থেকে ২১ মার্চ মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় লকডাউন হবে। ইতিমধ্যেই নাগপুর ও প্রভানি শহরে শুরু হয়ে গিয়েছে লকডাউন। অন্যদিকে ঔরঙ্গবাদে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে সরকার।

5/8

তবে খোলা রয়েছে অত্যাবশকীয় পণ্যের সরবরাহ। উদ্ধব ঠাকরে বেশ কিছুদিন  আগেই ইঙ্গিত দিয়েছিল কড়া ভাবে। জানিয়েছিল, শুধরে যান, মেনে চলুন স্বাস্থ্য বিধি। নইল লকডাউনের সিদ্ধান্তে অনড় থাকতে হবে। আর দিন গড়াতে ঠিক তাই হল। ১৫ মার্চ থেকে শুরু হল লকডাউন। সেইগত বছরের মতো সার্কেল ব্রেক করার জন্যই এই লকডাউন। 

6/8

আর করোনা আক্রান্তের সংখ্যা ভয়াবহ রূপ নিয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সুত্রে জানা যাচ্ছে, গত ৩ মাসে এই আক্রান্তের সংখ্যাটাই সবচেয়ে বেশি।      India reports 26,291 new #COVID19 cases, 17,455 recoveries and 118 deaths in the last 24 hours, as per the Union Health Ministry. Total cases: 1,13,85,339 Total recoveries: 1,10,07,352 Active cases: 2,19,262 Death toll: 1,58,725 Total vaccination: 2,99,08,038 pic.twitter.com/IBV4z64xrx — ANI (@ANI) March 15, 2021

7/8

ভোটমুখী বাংলা অবশ্য এখনও  এই ভয়াবহ জায়গায় পৌঁছায়নি। কিন্তু, গত বছরের স্মৃতি চারণ করলে দেখা যাবে, হঠাৎই করোনার ঢেউ আছড়ে পড়েছিল। 

8/8