বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু হচ্ছে প্রথম টেস্ট। ডাউন আন্ডারে কঠিন টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে সোমবার ভারতীয় দলকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে হোটেলে বসে না থেকে কোচ রবি শাস্ত্রীর তত্ত্বাবধানে অ্যাডিলেডের নেটে গা ঘামালেন রোহিত শর্মা আর অফ স্পিনার আর অশ্বিন।
2/4
দীর্ঘ সময় পর টেস্ট দলে কামব্যাক হয়েছে রোহিতের।
photos
TRENDING NOW
3/4
অন্যদিকে অস্ট্রেলিয়ার মাটিতে অশ্বিনের ট্র্যাকরেকর্ড বেশ খারাপ। ৬টা টেস্টে উইকেট মাত্র ২১টি। তাই অসিদের মোকাবিলা করার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না রোহিত আর অশ্বিন।
4/4
ক্যাঙারুদের দেশে অশ্বিনের ট্র্যাকরেকর্ড খারাপ হলেও তার উপরই ভরসা রাখছেন সতীর্থরা। পূজারার মতে কাউন্টি ক্রিকেটে খেলা সাহায্য করবে চেন্নাই স্পিনারকে।