এবার রোলাঁ গারোয় ক্লোজড ডোরে ফরাসি ওপেন!

May 11, 2020, 12:41 PM IST
1/5

করোনার কারণে ফরাসি ওপেন আগেই চার মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। টুর্নামেন্টের সম্ভাব্য দিন ঠিক হয় ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর।  

2/5

মারণ ভাইরাসের কারণে আগেই বাতিল হয়েছে ঐতিহ্যশালী টেনিস টুর্নামেন্ট উইম্বলডন।  

3/5

ইউএস ওপেন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দর্শকশূন্য স্টেডিয়ামে ইউএস ওপেন করতে চাইছেন না আয়োজকরা।  

4/5

এদিকে এবার দর্শকশূন্য ফরাসি ওপেনের ভাবনা আয়োজকদের।  হতে পারে ক্লোজড ডোর ফরাসি ওপেন।  

5/5

 ফরাসি টেনিস এর প্রধান বের্নার্দ জানিয়েছেন, "কোনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্টেডিয়ামে খেলা হবে। দর্শক নাও থাকতে পারেন। টিভিতে দেখা যাবে খেলা।"