ধর্ষণ কাণ্ডের জের, জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল রোনাল্ডোকে

Oct 04, 2018, 20:24 PM IST
1/7

জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল রোনাল্ডোকে

1

ধর্ষণ-কাণ্ডের জের। বড়সড় শাস্তির মুখে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের জাতীয় দল থেকে সাময়িকভাবে ছেঁটে ফেলা হল তাঁকে।

2/7

জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল রোনাল্ডোকে

2

ক্যাথরিন মায়োরগা নামের এক মহিলা রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। ২০০৯ সালের ঘটনা।

3/7

জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল রোনাল্ডোকে

3

অক্টোবরে পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে পর্তুগাল। কিন্তু রোনাল্ডোকে স্কোয়াডের বাইরে রাখল পর্তুগাল। উয়েফা নেশনস কাপের জন্য নির্বাচিত পর্তুগাল স্কোয়াডে তাঁকে রাখা হয়নি।

4/7

জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল রোনাল্ডোকে

4

পর্তুগালের কোচ স্যান্টোস এক সাংবাদিক সম্মেলেন এসে ইঙ্গিত দিয়ে গেলেন, আপাতত রোনাল্ডোকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা যাবে না। ঠিক কবে নাগাদ দেখা যাবে তা নিয়েও স্পষ্ট কিছু বলেননি তিনি।

5/7

জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল রোনাল্ডোকে

5

ইউরোপের সংবাদমাধ্যম মনে করছে, ধর্ষণ-কাণ্ডের জেরেই রোনাল্ডোর বিরুদ্ধে এমন কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পর্তুগিজ ফুটবল সংস্থা। না হলে এই মুহূর্তে রোনাল্ডোকে দলের বাইরে রাখার আর কোনও কারণ খুঁজে পাচ্ছে না তারা।

6/7

জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল রোনাল্ডোকে

6

স্যান্টোস জানিয়েছেন, তিন তরফে আলোচনা হয়েছে। অর্থাত্, পর্তুগিজ ফুটবল সংস্থার প্রধান ও স্যান্টোসের সঙ্গে আলোচনায় বসেছিলেন সিআরসেভেন। সেখানেই আলোচনার পর এমন সিদ্ধান্ত পাকা করা হয়। তবে পুরো আলোচনাই ব্যক্তিগত স্তরে হয়েছে বলে জানিয়েছেন স্যান্টোস। ফলে আলোচনার কোনও প্রসঙ্গ নিয়েই তিনি কথা বলেননি।

7/7

জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল রোনাল্ডোকে

7

পর্তুগালের কোচ স্যান্টোস জানিয়েছেন, পরবর্তী দুটি স্কোয়াড নির্বাচন প্রক্রিয়ায় তাঁরা রোনাল্ডোকে ভাবনায় রাখছেন না। অর্থাত্ আগামী অন্তত দুই মাস রোনাল্ডোকে পর্তুগালের জার্সি গায়ে দেখা যাবে না।