জিনিসপত্র বিক্রি করে লকডাউনে ১০০টি পরিবারকে খাওয়াচ্ছেন রণিত রায়!
Jun 04, 2020, 19:58 PM IST
1/8
নিজের সম্পত্তি বিক্রি করে লকডাইনে প্রায় ১০০টি পরিবারের খাওয়াদাওয়ার সমস্ত দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় অভিনেতা রণিত রায়।
2/8
সম্প্রতি এক জাতীয় E-Times-কে দেওয়া সাক্ষাৎকারে এবিষয়ে মুখ খুলেছেন অভিনেতা।
photos
TRENDING NOW
3/8
জনপ্রিয় বাঙালি অভিনেতার কথায়, ''গত জানুয়ারি মাস থেকে আমার টিভি ধারাবাহিকের সমস্ত পারিশ্রমিক আটকে রয়েছে। আমার একটা ছোট্ট ব্যবসা রয়েছে, যেটাও গত মার্চ মাস থেকে বন্ধ।''
4/8
রণিত রায়ের কথায়, ''আমি ১০০টি পরিবারের পাশে থাকার দায়িত্ব নিয়েছি, তাই নিজের কিছু জিনিস বিক্রি করেই অর্থ জোগাড় করতে হচ্ছে। আমি অনেক ধনী ব্যক্তি নই। তবুও এই দায়িত্ব নিচ্ছি।''
5/8
রণিত রায়ের কথায়, ''প্রযোজনা সংস্থাগুলি, চ্যানেল কর্তৃপক্ষে যাঁদের বিলাসবহুল অফিস ২ কিলোমিটার দূর থেকেও দেখা যায়, তাঁদের কিছু তো করা উচিত, দায়িত্ব নেওয়া উচিত। এরপরেও যদি তাঁরা কিছু না করে, তাহলে সেটা ভীষণই অনুচিত হবে।''
6/8
অভিনেতার কথায়, ''প্রযোজনা সংস্থারগুলির বোঝা উচিত, শিল্পীদের এখন টাকাটা প্রয়োজন, ৯০ দিন পর দিয়ে কী হবে? শিল্পীদের যেন না খেয়ে কাটাতে না হয়।''
7/8
লকডাউনে টাকার অভাবে মনমীত গারেওয়ালের মতো টেলি তারকার আত্মহত্যার প্রসঙ্গে রণিত রায় বলেন, ''আমি কারোর বিচার করছি না, তবে যত সমস্যাই থাক, আত্মহত্যাটা কোনও পথ হতে পারে না। কারণ, সকলেই কোনও না কোনও সময় অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যায়।''
8/8
রণিত রায়ের কথায়, ''১৯৯২-এ মুক্তি প্রাপ্ত আমার ছবি জান তেরে নাম সুপারহিট হয়, তবুও আমি কাজ পাইনি। তবে আমি এধরনের পথ বেছে নিই নি। ''