১০ হাজার টাকা সস্তা হয়ে নতুন লুকে আসছে Royal Enfield Thunderbird 350

Sep 27, 2019, 19:14 PM IST
1/5

Royal Enfield Thunderbird 350 S

Royal Enfield Thunderbird 350 S

বাজার ধরতে চাইছে রয়্যাল এনফিল্ড। সে জন্য আগেই বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়েছিল তারা। এবার তাদের আরও একটি পদক্ষেপের কথা জানা যাচ্ছে। থান্ডারবার্ড ৩৫০-র একটি সস্তার ভ্যারিয়েন্ট আনছে রয়্যাল এনফিল্ড।

2/5

Royal Enfield Thunderbird 350 S

Royal Enfield Thunderbird 350 S

এর আগে বুলেট ও বুলেট ক্লাসিক-এর সস্তার ভ্যারিয়েন্ট আনার কথা ঘোষণা করেছিল রয়্যাল এনফিল্ড। এবার থান্ডার বার্ড ৩৫০-এর সস্তার ভ্যারিয়েন্ট আসছে বলে খবর। 

3/5

Royal Enfield Thunderbird 350 S

Royal Enfield Thunderbird 350 S

Royal Enfield Thunderbird 350 S নাম হতে পারে নতুন ভ্যারিয়েন্ট-এর। নতুন মডেলে ক্রোম ব্যবহার করা হবে বেশি। সেই তুলনায় ব্ল্যাক অ্যাসথেটিকস থাকবে কম। ফুয়েল ট্যাঙ্কে থাকবে আলাদা রকমের লোগো। 

4/5

Royal Enfield Thunderbird 350 S

Royal Enfield Thunderbird 350 S

হেডল্যাম্পে প্রোজেক্টর-এর বদলে থাকবে সাধারণ মানের হ্যালোজেন। সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল থাকবে। স্পিডোমিটার ও ওডোমিটার হবে অ্যানালগ। ফুয়েল গজ, ঘড়ি, সার্ভিস রিমাইন্ডার হবে ডিজিটাল। 

5/5

Royal Enfield Thunderbird 350 S

Royal Enfield Thunderbird 350 S

৩৪৬ সিসি ইঞ্জিন থাকবে। সিহ্গল চ্যানেল এবিএল থাকবে। রিয়ার ড্রাম ব্রেক। দাম হতে পারে ১.৪৫ লাখ (এক্স শোরুম)। অর্থাত্ আগের থেকে দশ হাজার টাকা সস্তা।