লন্ডনে অজান্তেই ভূতেদের আস্তানায় গিয়ে পড়লেন, 'ভুতুড়ে' অভিজ্ঞতার কথা বললেন রুদ্রনীল

Oct 03, 2020, 15:47 PM IST
1/8

লন্ডনে 'স্বস্তিক সংকেত' বলে একটি ছবির শ্যুটিং করছেন রুদ্রনীল ঘোষ। আর সেখানেই এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি অভিনেতা।    ছবি-রুদ্রনীল ঘোষের ফেসবুক

2/8

লন্ডনে যে অভিজ্ঞতার কথা রুদ্রনীল শেয়ার করেছেন সেটা 'ভুতুড়ে'। কি শুনে চমকে গেলেন? তবে ঠিকই শুনছেন, এমনই একটি অভিজ্ঞতার কথা ফেসবুকে শেয়ার করেছেন রুদ্রনীল।   ছবি-রুদ্রনীল ঘোষের ফেসবুক

3/8

লন্ডনে শ্যুটিংয়ে গিয়ে 'ঘোস্ট হান্টার', অর্থাৎ সেখানকার ভূত ধরিয়েদের চাক্ষুষ করলেন রুদ্রনীল।   ছবি-রুদ্রনীল ঘোষের ফেসবুক    

4/8

অভিনেতা লিখেছেন, ''আগে শুনেছিলাম, ভিডিও দেখেওছিলাম।এবার মুখোমুখি হলাম "ঘোস্ট হান্টার মানে, ভূত ধরিয়েদের।''   ছবি-রুদ্রনীল ঘোষের ফেসবুক

5/8

অভিনেতা লিখেছেন, ''আজ জানলাম আমরা যে বাড়িতে শুটিং করছি আসলে সেটা ভূতেদের আস্তানা!!! এরা এসেছে ওঁনাদের ধরতে। বোঝ কান্ড!!!''   ছবি-রুদ্রনীল ঘোষের ফেসবুক    

6/8

জানা যায়, লন্ডনে একটি 'দ্য়া ঘোস্ট ক্লাব' বলে সংস্থাও রয়েছে। যেটি প্রতিষ্ঠিত হয় ১৮৬২ সালে। বিভিন্ন অলৌকিক বিষয় নিয়েই এই সংস্থা গবেষণা করে বলে জানা যায়।   ছবি-রুদ্রনীল ঘোষের ফেসবুক

7/8

প্রসঙ্গত, লন্ডনে রুদ্রনীল 'স্বস্তিক সংকেত' বলে যে ছবিটির শ্যুটিং করছেন, তার পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল।   ছবি-রুদ্রনীল ঘোষের ফেসবুক    

8/8

প্রসঙ্গত, রুদ্রনীল ছাড়াও লন্ডনে এই মুহূর্তে 'স্বস্তিক সংকেত' ছবির শ্যুটিং করলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান, অভিনেতা গৌরব চক্রবর্তী সহ অন্যান্যরা।