Dev-Rukmini: জন্মদিন বলে কথা! মধ্যরাতে রাস্তায় দেবকে ফ্লাইং কিস রুক্মিনীর

Dec 26, 2022, 14:41 PM IST
1/6

জন্মদিনে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার ২৫ ডিসেম্বর ছিল দেবের জন্মদিন। প্রতিবারের মতো এবারও মধ্যরাত থেকে শুরু সেলিব্রেশন।  

2/6

জন্মদিনে...

তাঁর রেস্তরাঁর পাশাপাশি বাড়িতে চলে সেলিব্রেশন। সেই সেলিব্রেশনে শামিল হতে দেখা যায় দেবের মা, বোন, রুক্মিনী মৈত্র, পরিচালক রাজা চন্দ, তাঁর স্ত্রী পিয়ান সরকার সহ আরও অনেকে। বাড়িতে তিনটি কেক কাটেন দেব।  

3/6

জন্মদিনে...

এরপরই বাড়ি থেকে রাস্তার এক শপিং মলের সামনে এসে হাজির বার্থডে সঙ গেয়ে নাচতে দেখা যায় সবাইকে।  

4/6

জন্মদিনে...

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়োতে দেখা যায় যে, পিছনে একটি বড় হোর্ডিং-এ লেখা ‘হ্যাপি বার্থ ডে দেব। লাভ অ্যান্ড লাক।’  

5/6

জন্মদিনে...

সেই নাচের ভিডিয়োর শেষেই দেবকে একটি ফ্লাইং কিস দেন রুক্মিনী।  

6/6

জন্মদিনে...

তবে জন্মদিন বলে বাড়িতে বসে থাকার পাত্র তিনি নন। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত প্রজাপতি হাউজফুল ছিল সব হলেই। তাই এদিন হল ভিজিটে যান সুপারস্টার। সেখানেও সবাই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান।