কেজিবি-র গুপ্তচর ছিলেন পুতিন! মিলল প্রমাণ

Dec 16, 2018, 12:40 PM IST
1/8

কেজিবি-র গুপ্তচর ছিলেন পুতিন!

Putin_1

তত্কালীন সোভিয়েত ইউনিয়নে লেনিংগার্ডে জন্ম তাঁর। লেনিংগার্ড স্টেট ইউনিভার্সিটি থেকে আইন নিয়ে স্নাতক। এরপর প্রায় ১৬ বছর গোয়েন্দা সংস্থা কেজিবি-র গুপ্তচর হিসাবে কাজ করেছেন বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

2/8

কেজিবি-র গুপ্তচর ছিলেন পুতিন!

Putin_2

উইকিপিডিয়ায় ঢুঁ মারলেই এই তথ্য হয়ত খুঁজে পাবেন। কিন্তু সে সময় যে কেজিবি-র হয়ে গোয়েন্দা অফিসার হিসাবে কাজ করেছেন, তার প্রমাণ মিলল সম্প্রতি জার্মানির সংবাদপত্রে ছবি-সহ এক প্রতিবেদনে।

3/8

কেজিবি-র গুপ্তচর ছিলেন পুতিন!

Putin_3

 জার্মানির সংবাদমাধ্যম বিল্ড ডেইলিতে প্রকাশিত প্রতিবেদনে দেখা গিয়েছে, পূর্ব জার্মানিতে চরবৃত্তির কাজ করেছেন পুতিন।

4/8

কেজিবি-র গুপ্তচর ছিলেন পুতিন!

Putin_4

সে সময় পুতিনের একটি পরিচয়পত্র ছবি হয়েছে। ওই কার্ড ইস্যু করা হয় ১৯৮৬ সালে।

5/8

কেজিবি-র গুপ্তচর ছিলেন পুতিন!

Putin_5

পূর্ব জার্মানির ড্রেসডেনে পুতিনকে স্থানান্তরিত করে সোভিয়েত ইউনিয়নের কেজিবি।

6/8

কেজিবি-র গুপ্তচর ছিলেন পুতিন!

Putin_6

মার্কিন ইতিহাসবিদ ডগলাস সেলভেজের সংগ্রহশালা থেকে এই দুষ্পাপ্য ছবিটি মেলে বলে বিল্ড ডেইলি জানিয়েছে।

7/8

কেজিবি-র গুপ্তচর ছিলেন পুতিন!

Putin_7

পুতিনের ওই পরিচয়পত্রে নম্বর রয়েছে ‘বি২১৭৫৯০’। সাদা-কালো পাসপোর্ট ছবি, নিজের সই-সহ ওই পরিচয়পত্র দেখে অনুমান করা হচ্ছে, ১৯৮৯ সালের শেষ নাগাদ পূর্ব জার্মানিতে অশান্ত রাজনৈতিক পরিস্থিতিতে কাজ করেছেন প্রেসিডেন্ট পুতিন।

8/8

কেজিবি-র গুপ্তচর ছিলেন পুতিন!

Putin_8

সে সময় পূর্ব জার্মানির গোয়েন্দা সংস্থা স্ট্যাসির সঙ্গে দারুণ বোঝাপড়া ছিল কেজিবি-র। তাই ড্রেসডেনে কেজিবির অফিসও তৈরি হয়। সেখানেই স্থানান্তরিত হন ভ্লাদিমির পুতিন।