ষষ্ঠ ভারতীয় হিসাবে আইসিসির হল অফ ফেম-এ এবার সচিন তেন্ডুলকর

Jul 19, 2019, 14:48 PM IST
1/5

হল অফ ফেম-এ সচিন তেন্ডুলকর

হল অফ ফেম-এ সচিন তেন্ডুলকর

ষষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসাবে আইসিসির হল এফ ফেম-এ এবার জায়গা করে নিলেন সচিন তেন্ডুলকর। লন্ডনে আইসিসির এক অনুষ্ঠানে মাস্টার ব্লাস্টারকে এই সম্মানে ভূষিত করা হয়।

2/5

হল অফ ফেম-এ সচিন তেন্ডুলকর

হল অফ ফেম-এ সচিন তেন্ডুলকর

সচিন ছাড়াও অ্যাল্যান ডোনাল্ড ও ক্যাথরিন ফিৎজপ্যাট্রিক হল অফ ফেম-এ জায়গা করে নিয়েছেন। অবসরের প্রায় ছয় বছর পর আইসিসির এমন সম্মান পেলেন সচিন। 

3/5

হল অফ ফেম-এ সচিন তেন্ডুলকর

হল অফ ফেম-এ সচিন তেন্ডুলকর

হল অফ ফেম সম্মান প্রদানের জন্য আইসিসি কিছু নিয়ম পালন করে। যেমন- সংশ্লিষ্ট ক্রিকেটারকে পুরস্কার গ্রহণের অন্তত পাঁচ বছর আগে অবসর নিতে হবে। সচিন তেন্ডুলকর অবসর নিয়েছিলেন ২০১৩ সালে। 

4/5

হল অফ ফেম-এ সচিন তেন্ডুলকর

হল অফ ফেম-এ সচিন তেন্ডুলকর

২০০টি টেস্ট ম্যাচ খেলেছেন সচিন। আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরণের ফরম্যাটে সর্বোচ্চ রানের অধিকারী তিনি।আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরানের মালিক মাস্টার ব্লাস্টার। গত বছর রাহুল দ্রাবিড় আইসিসির হল অফ ফেম-এ জায়গা করে নিয়েছিলেন। 

5/5

হল অফ ফেম-এ সচিন তেন্ডুলকর

হল অফ ফেম-এ সচিন তেন্ডুলকর

এর আগে বিষেণ সিং বেদি, সুনীল গাভাসকর, কপিল দেব, অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় আইসিসির হল অফ ফেম-এ জায়গা করে নিয়েছিলেন।