অসমের পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনায় গেরুয়ার দাপাদাপি

Dec 12, 2018, 21:59 PM IST
1/7

২০১৬ সালে কংগ্রেসের কাছ থেকে অসম ছিনিয়ে নিয়েছিল বিজেপি। অসম দিয়েই উত্তর-পূর্বে অভিষেক হয়েছিল গেরুয়া শিবিরের। সেই অসমের পঞ্চায়েত নির্বাচনে ভোটপ্রবণায় দাপাদাপি গেরুয়ার।   

2/7

শেষখবর পাওয়া পর্যন্ত ১,৩১৯টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৬৭১টি আসনে। বিজেপির শরিক অসম গণ পরিষদ আলাদা লড়াই করছে। তাদের এগিয়ে ২৩০টি আসনে। 

3/7

জেলা পরিষদে ৩০টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৯টি আসনে। বিজেপির শরিক অগপ ৬টি আসনে এগিয়ে। 

4/7

আঞ্চলিক পরিষদে বিজেপি এগিয়ে ১৮৩টি আসনে। ১৩২টি আসনে এগিয়ে কংগ্রেস। অগপ এগিয়ে ১৯টি আসনে। 

5/7

পঞ্চায়েত সভাপতি নির্বাচনে ২৬৪টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৪০ আসনে। অগপ এগিয়ে ২৩টিতে।

6/7

পঞ্চায়েত  সদস্য নির্বাচনে ১,৬২৫টি আসনে এগিয়ে বিজেপি। ৯২৩টি আসনে এগিয়ে কংগ্রেস। অগপ এগিয়ে ৩৪৫টি আসনে।

7/7

৫ ও ৯ ডিসেম্বর-দুই ধাপে পঞ্চায়েতে ভোটগ্রহন হয় অসমে। ১০টি জেলায় ভোট পড়েছে ৮২ শতাংশ। বৃহস্পতিবার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে পারে।