Saif Ali Khan Birthday Photo: সইফ আলি খানের জন্মদিন উদযাপনে গোটা পরিবার, অনুপস্থিত সারা, কিন্তু কেন?

| Aug 16, 2022, 16:59 PM IST
1/6

জন্মদিনে সইফ আলি খান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ অগস্ট মঙ্গলবার সইফ আলি খানের ৫২ তম জন্মদিন। সোশ্যাল মিডিয়া ভরে উঠেছে শুভেচ্ছা বার্তায়।                   

2/6

জন্মদিনে সইফ আলি খান

জন্মদিনের সকালটা পরিবারের সঙ্গে কাটালেন ছোটে নবাব। সইফের পাশেই ছিলেন করিনা কাপুর খান ও তাঁদের দুই পুত্র তৈমুর ও জেহ।  

3/6

জন্মদিনে সইফ আলি খান

সকাল সকাল সইফের বাড়িতে হাজির তাঁর দুই বোন- সোহা আলি খান, সাবা আলি খান। এছাড়াও রয়েছেন কুণাল খেমু ও ইব্রাহিম আলি খান।  

4/6

জন্মদিনে সইফ আলি খান

কেক কেটে জন্মদিন উদযাপন করেন সইফ। তবে শুধু কেক কাটাই নয়, পরিবারের সঙ্গে খোশমেজাজে আড্ডা দিতেও দেখা গেল অভিনেতাকে।  

5/6

জন্মদিনে সইফ আলি খান

অন্দরের ছবি ফ্রেমবন্দি করে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সোহা আলি খান। পাশাপাশি তিনি লিখেছেন যে, ‘যদিও ভাই সোশ্যাল মিডিয়ায় নেই’।  

6/6

জন্মদিনে সইফ আলি খান

সেলিব্রেশনে গোটা পরিবার থাকলেও অনুপস্থিত ছিলেন সারা আলি খান। সোমবারই নিউইয়র্ক থেকে ফিরেছেন অভিনেত্রী। মঙ্গলবার সকাল সকালই সোশ্যাল মিডিয়ায় তাঁর ‘আব্বা জান’কে শুভেচ্ছা জানিয়েছেন, তাহলে পারিবারিক গেট টুগেদারে কেন নেই অভিনেত্রী? তা নিয়েই প্রশ্ন অনুরাগীদের মনে। যদিও কারণ এখনও অজানা।