বাহুবলীর সঙ্গে মণিকর্ণিকার দৃশ্যে হুবহু মিল, দেখুন ছবি

Oct 02, 2018, 19:13 PM IST
1/6

দৃশ্যে মিল

bahu_6

কঙ্গনা রানাওয়াতের বহু প্রতীক্ষিত 'মণিকর্ণিকা-দ্য কুইন অব ঝাঁঝি' ছবির টিজার মুক্তি পেয়েছে। টিজার মুক্তির পরই ছবির তুলনা শুরু হয়ে গিয়েছে বাহুবলীর সঙ্গে। বেশ কয়েকটি দৃশ্যের সঙ্গে বাহুবলীর মিল পেয়েছেন সিনেমাপ্রেমীরা। বলে রাখি, বাহুবলীর কাহিনিকার  বিজেন্দ্র প্রসাদই মণিকর্ণিকার লেখক। ২০১৯ সালে মুক্তি পাবে মণিকর্ণিকা।      

2/6

দৃশ্যে মিল

bahu_5

টিজারে একটি দৃশ্যে তরোয়াল দিয়ে ইউনিয়ন জ্যাক ছিঁড়ে ফেলছেন কঙ্গনা রানাওয়াত। বাহুবলীর দ্বিতীয় সংস্করণে অনুষ্কা শেট্টিকেও একইভাবে শত্রুদের সঙ্গে লড়াই করতে করতে সাদা কাপড় ছিঁড়ে ফেলতে দেখা গিয়েছিল। 

3/6

দৃশ্যে মিল

bahu_4

টিজারের শেষে কঙ্গনার সংলাপ বলার ধরন মনে করিয়ে দিয়েছে বাহুবলীর শিবগামীকে। 

4/6

দৃশ্যে মিল

bahu_3

টিজারের শুরু হচ্ছে অমিতাভ বচ্চনের কণ্ঠে। ছবির ভিএফএক্সের দৃশ্যায়ন অনেকটাই বাহুবলীর মতো।

5/6

দৃশ্যে মিল

bahu_2

'মণিকর্ণিকা'র টিজারে কঙ্গনার প্রবেশ যেভাবে হয়েছে, তার সঙ্গে বাহুবলীর শিবগামীর হুবহু মিল রয়েছে। এমনকি একইভাবে চিত্রায়িত করা হয়েছে দৃশ্যটি।   

6/6

দৃশ্যে মিল

bahu_1

ঘোড়ায় সওয়ার বাহুবলীর মধ্য ও দীর্ঘ দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছিল। সেভাবেই কঙ্গনার ঘোড়সওয়ারের দৃশ্যটি নির্মাণ করা হয়েছে মণিকর্ণিকায়।