Ganga | Samserganj: সামসেরগঞ্জে ফুঁসছে গঙ্গা, শুরু হয়েছে ভাঙন, বাড়িঘর ছাড়ছেন স্থানীয়রা
Sep 23, 2024, 13:24 PM IST
1/5
গঙ্গা
ফুঁসছে গঙ্গা, ভয়ঙ্কর আতঙ্কে সামশেরগঞ্জের নদী পারের বাসিন্দারা। এর মধ্যেই চলছে ভয়ঙ্কর গঙ্গা ভাঙনও।
-তথ্য ও ছবি-সোমা মাইতি
2/5
বিপদসীমায় গঙ্গা
রবিবার সন্ধাতেই গঙ্গাভাঙ্গন দেখা যায় প্রতাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের লোহরপুর গ্রামে। কয়েকশো মিটার এলাকায় নতুন করে গঙ্গায় তলিয়ে গিয়েছে। বিপদ সীমায় বয়ছে গঙ্গা।
-তথ্য ও ছবি-সোমা মাইতি
photos
TRENDING NOW
3/5
চলছে মাইকিং
ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরবর্তি এলাকায় মানুষকে সচেতন করতে চলছে মাইকিং। যদিও নদী পারের ভাঙ্গন দুর্গতরা অসহায় অবস্থায় দাঁড়িয়ে। ভাঙ্গনের আতঙ্কে নদী পারের বাসিন্দারা অনেকেই ঘর বাড়ি ভেঙে অন্যত্র চলে যাচ্ছেন। জায়গা না থাকায় অনেকেই ঘরের জিনিসপত্র রাস্তাতেই রেখেছেন।
-তথ্য ও ছবি-সোমা মাইতি
4/5
ঘুম উড়ছে স্থানীয়দের
রাতের ঘুম উড়েছে লোহরপুরের বাসিন্দাদের। আসতে আসতে নদী গ্রাস করছে একের পর এক জায়গা বাড়ি। ভাঙ্গনের হাত থেকে বাঁচতে নিজেরাই তিলে তিলে গড়ে তোলা ঘর বাড়ি ভেঙে আশ্রয়ের খোঁজে বেড়িয়েছেন।
-তথ্য ও ছবি-সোমা মাইতি
5/5
সামসেরগঞ্জ
একদিকে বিপদ সীমায় পৌঁছেছে গঙ্গার জল । অন্যদিকে আশ্রয় হাড়িয়ে চোখে জল নিয়ে চরম অনিশ্চিয়তা ও আতঙ্কের মধ্যে সামশেরগঞ্জের গঙ্গাতীরের বাসিন্দারা।
-তথ্য ও ছবি-সোমা মাইতি