শিল্পীর হাতের জাদুতে বালি দিয়েই তৈরি হয়েছে অসাধরণ সব ভাস্কর্য, দেখুন ছবিতে

Dec 12, 2019, 18:06 PM IST
1/10

প্রীতম দে: পঞ্চানন মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক। দিনের বেশিরভাগ সময় এখন কাটে বালি নিয়ে। 

2/10

আরও ভালো করে বললে বালির শিল্প নিয়ে। 

3/10

অনায়াসে বালির ওপর তৈরি করেন স্থাপত্য ভাস্কর্য। 

4/10

বালি শিল্পে ওড়িশার একাধিপত্য। পুরীর বিচ বালি শিল্পীর দক্ষতার পরিচয় পাওয়া গিয়েছে আগেই। 

5/10

বাংলাতেও যে এমন মানুষ আছেন কে জানতো। 

6/10

তিনি নিপুণ হাতে বালির ওপর এই সৃষ্টি করেন মাদারটেরেজা মমতা ব্যানার্জি মেরি কম'-এর মুখ কিংবা পরিবেশের মত সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়।  

7/10

ওড়িষ্যাতে অনুষ্ঠিত ইন্টার্নেশনাল আর্ট কম্পিটিশনে তিন বছর অংশ নিয়েছেন বাংলার পঞ্চানন।   

8/10

গতবারে প্রথম হওয়া সত্ত্বেও তাকে সম্মান দেওয়া হয়নি অভিযোগ জানিয়েছেন আদালতে।

9/10

এবার আর তেমনটা হয়নি, পেয়েছেন সম্মান।

10/10

তাঁর মনের খুব ইচ্ছে এই বাংলার সমুদ্রের পাড়েই হোক বালি শিল্পীদের শিল্পের আয়োজন।