ক্যানসারের সঙ্গে লড়াই কি শেষ? প্রকাশ্য সঞ্জয় দত্তের নয়া লুক

Oct 30, 2020, 13:01 PM IST
1/5

প্রকাশ্যে এল সঞ্জয় দত্তের নয়া লুক। দশেরার পর সামনে এল অভিনেতার নতুন অবতার

2/5

হেয়ার স্টাইলিস্ট হাকিম আলিম সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানেই ব্লন্ড লুকে দেখা মেলে সঞ্জয় দত্তের। 

3/5

নয়া লুক সঞ্জয় দত্তকে রকস্টার বলে বর্ণনা করেন হেয়ার স্টাইলিস্ট

4/5

সম্প্রতি কেজিএফ টু-এর শ্যুটিং শুরু করার কথা রয়েছে সঞ্জয় দত্তের।  তার জন্যই এই নয়া লুক কি না, সে বিষয়ে জানা যায়নি 

5/5

গত ২১ অক্টোবর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন সঞ্জয় দত্ত।  সেখানে তিনি জানান, স্বাস্থ্য নিয়ে যে ভয় ছিল, তা কাটিয়ে উঠেছেন তিনি।  ক্যানসার থেকে কি মুক্তি পেয়েছেন অভিনেতা! এমন প্রশ্নই করছেন তাঁর ভক্তরা