Sanju বন্ধুদের সঙ্গে ঘরবন্দি কেন থাকে? সমকামী নয় তো! আতঙ্কে ভুগতেন মা Nargis

Jul 30, 2021, 13:39 PM IST
1/8

২৯ জুলাই, বৃহস্পতিবার ৬২-তে পা দিলেন বলিউডের 'সঞ্জু বাব'। ৬২-র জন্মদিনে শুভেচ্ছাবার্তায় ভেসেছেন অভিনেতা সঞ্জয় দত্ত। চলুন অভিনেতার জন্মদিনে জেনে নেওয়া যাক কিছু অজানা কথা। 

2/8

জানা যায়, সঞ্জয়, নম্রতা, আর প্রিয়া, তিন সন্তানের মধ্যে মা নার্গিসের সবথেকে প্রিয় ছিলেন সঞ্জয় দত্ত। তবে সঞ্জয় দত্তর বয়স যখন ২২, বলিউডে তাঁর প্রথম ছবি Rocky মুক্তির আগেই ক্যানসারে মৃত্যু হয়েছিল নার্গিসের।   

3/8

ইয়াসের উসমান-এর লেখা সঞ্জয় দত্তের বায়োপিক 'দ্যা ক্রেজি আনটোল্ড স্টোরি অফ বলিউড'স ব্যাড বয়'-এ ভাই সঞ্জয় সম্পর্কে অনেক কথাই খোলসা করেছিলেন সঞ্জয়ের দুই বোন নম্রতা ও প্রিয়া দত্ত।

4/8

ভাই সঞ্জু সম্পর্কে বলতে গিয়ে নম্রতা দত্ত জানিয়েছিলেন, ''মাঝে মধ্যে সঞ্জয়ের কাণ্ড কারখানায় মা খুব রেগে যেতেন। তবে ভাইয়ের চাহিদার কাছে সেই হার মানতেই হত। মাঝে মধ্যে মা রেগে গিয়ে উল্লু, গাধা বলে ভাইকে গালি দিতেন, চটি ছুঁড়েও মারতেন।''

5/8

দিদি প্রিয়া দত্ত জানিয়েছিলেন, ''আমি একবার শুনেছিলাম মা তাঁর বন্ধুকে বলছেন, সঞ্জয় কেন একটা ঘরের মধ্যে বন্ধুদের সঙ্গে নিজেকে আটকে রাখে? কী এমন ব্যাপার, আশা রাখি ও নিশ্চয় সমকামী নয়।''

6/8

ইয়াসের উসমান-এর লেখা বই থেকে জানা যায়, সঞ্জয় দত্ত যে মাদক (Drug Addiction) সেবন করতেন সেটা কিছুতেই বিশ্বাস করতেন না নার্গিস। এমনকি শুভাকাঙ্খীরা যখন নার্গিসকে তাঁর ছেলের এই মাদকাসক্তির কথা বলার চেষ্টা করেছিলেন, তখন নার্গিস তাঁদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ''আমার ছেলে কখনও মদ্যপান করে না, মাদক সেবনও করে না''

7/8

জানা যায়, মা নার্গিসের মৃত্যুর সময় নিজের মাদক সেবনের অভ্যাসের কারণে বেশ কষ্ট পেয়েছিলেন সঞ্জয় দত্ত। শেষ চিঠিতে সঞ্জয় দত্তকে নার্গিস বলেছিলেন, ''সঞ্জয় সবকিছুর উপরে গিয়ে তুমি বিনয়ী থেকো। নিজের চরিত্রকে সামলে রেখো। কখনও দেখনদারিতে যেয়ো না। নম্র থেকো, বড়দের সম্মান করো। আর এটাই তোমাকে অনেক উপরে নিয়ে যাবে।''

8/8

সঞ্জয় দত্ত নিজেও একবার স্বীকার করে নিয়েছিলেন, মায়ের অতিরিক্ত আদরেই তিনি অল্প বয়সে বিগড়ে গিয়েছিলেন, বাবা সুনীল দত্ত তাঁকে যতই শৃঙ্খলার মধ্যে রাখতে চাইতেন, মা নার্গিস তাঁকে সমস্ত শাস্তি থেকেই আগলে রাখতেন।