Rabindra Jayanti: '...মোরে আরও আরও দাও প্রাণ', রবীন্দ্র জয়ন্তীতে অভিনব গাছের চারা বিলি!

May 08, 2024, 12:58 PM IST
1/5

রবীন্দ্র জয়ন্তী পালন

Rabindra Jayanti Celebration

বিধান সরকার: অভিনব রবীন্দ্র জয়ন্তী পালন। গাছের চারা বিলি করে, গাছ লাগিয়ে রবি ঠাকুরের জন্মদিন পালন চুঁচুড়ায়।     

2/5

রবীন্দ্র জয়ন্তী পালন

Rabindra Jayanti Celebration

চুঁচুড়ার সৃষ্টি নৃত্যশিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে এই অভিনব রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। চুঁচুড়া রথতলা থেকে প্রভাত ফেরি শুরু করে ঘড়ির মোড় হয়ে চুঁচুড়া রবীন্দ্রভবনে গিয়ে শেষ হয় পদযাত্রা।   

3/5

রবীন্দ্র জয়ন্তী পালন

Rabindra Jayanti Celebration

রবীন্দ্রভবনে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন সংস্থার সভ্যরা। এরপর বৃক্ষরোপণ করা হয়। তারপরই পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা।   

4/5

রবীন্দ্র জয়ন্তী পালন

Rabindra Jayanti Celebration

যতদিন যাচ্ছে দাবদাহ বাড়ছে। অসহনীয় গরম থেকে বাঁচতে তাই বৃক্ষরোপণ জরুরি। সেই বার্তা দিতেই রবীন্দ্র জয়ন্তীতে গাছ বিলি করা হয়।   

5/5

রবীন্দ্র জয়ন্তী পালন

Rabindra Jayanti Celebration

এর পাশাপাশি অন্বেষা কুইজ ক্লাবের পক্ষ রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় ব্যান্ডেল মুক্ত মঞ্চে। গান-আবৃত্তি-নাটক পরিবেশন করা হয়। আট থেকে আশি, অংশ নেন ক্লাবের সব সদস্যরা।